Cyclone Alert: বাংলাদেশে ‘মোখা’-র গতি ছাড়িয়েছে ২০০ কিলোমিটার, জারি ১০ নম্বর মহাবিপদ সংকেত

Cyclone Mokha: মোখা-র জেরে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলিতে জলোচ্ছ্বাস হতে পারে এবং কোথাও কোথাও ভূমিধস হওয়ারও আশঙ্কা রয়েছে।

Cyclone Alert: বাংলাদেশে 'মোখা'-র গতি ছাড়িয়েছে ২০০ কিলোমিটার, জারি ১০ নম্বর মহাবিপদ সংকেত
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 10:22 PM

ঢাকা: অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ (Mokha)-র গতি ক্রমাগত বাড়ছে বঙ্গোপসাগর উপকূলে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ ইতিমধ্যে উঠেছে ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত। কোথাও কোথাও তার থেকেও বেশি। সেই সঙ্গে বাংলাদেশের (Bnagladesh) উপকূলের সঙ্গে মোখা-র দূরত্ব ক্রমশ কমছে। শনিবার বাংলাদেশ আবহাওয়া দফতরের ১৬ নম্বর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এবং দেওয়া হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত।

আবহাওয়া দফতর সূত্রে খবর, অতি প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হবে। এরপর রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। এদিন মধ্যরাত নাগাদ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে বলেও সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দফতর।

এদিকে, মোখা-র কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর ইতিমধ্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। যার জেরে চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত, মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। আর উপকূলীয় জেলা কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। কক্সবাজার এবং সংলগ্ন দ্বীপ ও চরগুলিও ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেণী, নোয়াখালি, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলিও ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে সতর্কবার্তা আবহাওয়া দফতরের।

এদিকে, মোখা-র জেরে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলিতে জলোচ্ছ্বাস হতে পারে এবং জলস্তরের উচ্চতা ৮ থেকে ১২ ফুট পর্যন্ত হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

বাংলাদেশ আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা-র প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৯ মিমি) বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির ফলে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হওয়ারও আশঙ্কা রয়েছে।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। তবে মোখা-র জেরে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে হচ্ছে।