Pak PM: ইমরান খান ও তাঁর অনুগামীরা জঙ্গিদের থেকে কম নয়: শেহবাজ শরিফ

Shehbaz Sharif: পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) তাঁর পূর্বতনকে 'জঙ্গি'র সঙ্গে তুলনা করেছেন। যা নিয়ে পাক রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Pak PM: ইমরান খান ও তাঁর অনুগামীরা জঙ্গিদের থেকে কম নয়: শেহবাজ শরিফ
শেহবাজ শরিফ ও ইমরান খান।
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 10:14 PM

ইসলামাবাদ: আদালত চত্বর থেকেই গ্রেফতার হয়েছিলেন (Imran Khan)। যদিও সুপ্রিম কোর্টের রায়ে মুক্তি পেয়েছেন। তবে এবার জঙ্গির সঙ্গে তুলনা করা হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর অনুগামীদের। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) তাঁর পূর্বতনকে ‘জঙ্গি’র সঙ্গে তুলনা করেছেন। যা নিয়ে পাক রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত, ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে দেশজুড়ে চলা PTI সমর্থকদের বিক্ষোভ-প্রতিবাদের প্রেক্ষিতেই এমন তুলনা টেনেছেন শেহবাজ (Pak PM)।

ইমরানকে নিয়ে ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী শেহবাজ?

শনিবার লাহোরে এক সাংবাদিক সম্মেলন করে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)  বলেন, “ইমরান খান নিয়াজি এবং তাঁর সমর্থকেরা কোনও জঙ্গি বা রাষ্ট্রবিরোধী গোষ্ঠীর থেকে কম নয়। ইমরান নিয়াজি ও তাঁর অনুগামীরা যা করেছে, সেটা গত কয়েক দশকে বহিঃশত্রুরা করতে পারেনি। তবে এই ধরনের কাজ করে কেউন রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শরিফ। এদিন তিনি আরও বলেন, যারা এই গণ্ডগোলের জড়িত ছিল, তাদের সকলের কাজকর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আইন তাদের সবাইকে হেফাজতে পাঠাবে এবং আইন ও সংবিধান অনুযায়ী বিক্ষোভকারীদের শাস্তি দেওয়া হবে।”

ইমরান-সমর্থকেরা যেভাবে সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিক্ষোভকারীদের সন্ত্রাস তকমা দিয়ে তিনি আরও বলেন, সেনাবাহিনীর ভবন যেভাবে পোড়ানো হয়েছে, সেই দৃশ্য হৃদয় বিদারক। এই সন্ত্রাসী জনতা সেই সমস্ত কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভ, বাসভবন, অফিস এবং ক্যাম্পে হামলা চালিয়েছে, যাঁরা এই দেশের নিরাপত্তার জন্য জীবন দিয়েছেন। আমি নির্দেশ দিয়েছি যে বা যারা এই সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে, সম্পাদন করেছে এবং পরিচালনা করেছে তাদের রেহাই দেওয়া হবে না। তাদের সবাইকে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আদালতে মামলার শুনানি করতে হবে। পঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।