Dawood-Miandad: দাউদ ইব্রাহিম মারা গিয়েছেন? কী বলছেন জাভেদ মিয়াদাঁদ

Dawood Ibrahim: পাকিস্তানের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর শোনা যাচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, করাচি এবং লাহোর-সহ পাকিস্তানের অনেক শহরে এক্স, ফেসবুক এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি চলছে না। ফলে দাউদের মৃত্যুর জল্পনা আরও জোরালো হচ্ছে।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 5:55 PM

করাচি: সময় যত এগোচ্ছে, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে জল্পনা ততই বাড়ছে। বিষের জ্বালায় জর্জরিত দাউদ ইব্রাহিম করাচির হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পরই দাউদের মৃত্যু নিয়ে জল্পনা ছড়িয়েছে। পাকিস্তানের সোশ্যাল মিডিয়াগুলিতে দাউদের মৃত্যু হয়েছে বলে খবর রটেছে। এমনকি দাউদের আত্মীয় তথা প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াদাঁদকে গৃহবন্দি করার খবরও প্রকাশ্যে আসে। পাকিস্তানের বড়-বড় শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও খবর শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই দাউদের মৃত্যুর জল্পনা আরও জোরাল হচ্ছে।

সোমবারই দাউদের ঘনিষ্ঠ আত্মীয় তথা প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদকে পরিবার-সহ গৃহবন্দি করার খবর প্রকাশ্যে আসে। যদিও পরে গৃহবন্দি হওয়ার খবর অস্বীকার করেছেন মিয়াদাঁদ। এমনকি দাউদের বিষয়েও কোনও খবর জানেন না বলে তিনি জানিয়েছেন।

তবে পাকিস্তানের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর শোনা যাচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, করাচি এবং লাহোর-সহ পাকিস্তানের অনেক শহরে এক্স, ফেসবুক এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি চলছে না। ফলে দাউদের মৃত্যুর জল্পনা আরও জোরালো হচ্ছে। এমনটাও শোনা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় করাচির হাসপাতালে ভর্তি হয়েছিলেন দাউদ। তারপর ওই রাতেই তাঁর মৃত্যু হয়। বিষপানের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও দাউদের মৃত্যুর বিষয়ে এখনও পাক সরকার বা কোনও তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।