ওয়াশিংটন: ট্রাম্প ২.০। মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয় ইনিংস শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট নির্বাচিত হতেই একাধিক রেকর্ড তৈরি করলেন ট্রাম্প। কী সেই রেকর্ড? দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা। মার্কিন ইতিহাসে ১৩২ বছরে এই প্রথম কোনও নেতা একটানা নয়, মেয়াদের ব্যবধানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কেউ।
২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান। তবে এবারের নির্বাচনে এক চুল জমি ছাড়তে নারাজ ছিলেন ট্রাম্প। বয়সের ভার, কটাক্ষ-সমালোচনার মুখে পড়ে জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে গেলেও, ডোনাল্ড ট্রাম্প মাটি আঁকড়ে পড়েছিলেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দেখা গেল, ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয়ী হলেন ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচন হলেন ডোনাল্ড ট্রাম্প। ১৩২ বছর বাদে প্রথম কোনও কোনও নেতা দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
শুধু তাই নয়, পপুলার ভোটেও রেকর্ড গড়েছেন ট্রাম্প। ২০ বছরে ডোনাল্ড ট্রাম্পই সর্বাধিক পপুলার ভোট বা জনপ্রিয়তা ভোট পেয়ে নির্বাচনে জয়ী হলেন। শুধমাত্র জনপ্রিয়তার নিরিখে প্রায় ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন ট্রাম্প।
মার্কিন ইতিহাসে প্রথমবার এমন কোনও প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, যার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। পর্নতারকাকে ঘুষ দেওয়ার কাণ্ডে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যাকে ইমপিচ করা হয়েছিল। মার্কিন ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ইমপিচমেন্টের পরও ফের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন।