Donald Trump Hand Bandaged: ‘কালশিটের দাগ…’, ডান হাতে ব্যান্ডেজ! ট্রাম্প কি গুরুতর অসুস্থ?
Donald Trump News: প্রেসিডেন্ট নির্বাচন পর্বে জো বাইডেনকে 'বৃদ্ধ' বলে কটাক্ষ করতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। বারংবার বাইডেনের শারীরিক অসুস্থতা, অক্ষমতাগুলিকে নিজের প্রচারপর্বে হাতিয়ার হিসাবে তুলে ধরেছিলেন তিনি। দাবি করেছিলেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য আর তৈরি নন। কিন্তু ট্রাম্প এখনও তৈরি। এখনও সক্ষম।

নয়াদিল্লি: ডান হাতে ব্যান্ডেজ, গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের প্রায় প্রতিটি ছবিই এমন। যা ঘিরে তৈরি হয়েছে গুঞ্জন। বছর ঘুরলেই ৮০-তে পা দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগেই ট্রাম্পের শারীরিক অসুস্থতা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। এই আবহে মুখ খুলেছে হোয়াইট হাউসও। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের তরফে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল হোয়াইট হাউসের মুখপাত্র ক্য়ারোলিন লেভিটকে।
এদিন তিনি জানান, ‘আপনারা অনেকেই জানেন না, ট্রাম্পকে গোটা দিনে একাধিক মানুষের সঙ্গে কথা বলতে হয়। নানা কাজে তাঁকে টানা করমর্দন করে যেতে হয়। এই কারণেই ওই ব্য়ান্ডেজ।’ অবশ্য একটি যুক্তি দিয়েই থেমে থাকেননি ক্যারোলিন। তাঁর আরও দাবি, ‘মার্কিন প্রেসিডেন্ট অ্য়াসপিরিন জাতীয় ওষুধ খান, ওনার অসুস্থতা নিয়ে আগেই হোয়াইট হাউস মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেছিল। এবার সেই সব ওষুধের কারণে ওনার শরীরে একাধিক কালশিটে দাগ তৈরি হয়।’
প্রেসিডেন্ট নির্বাচন পর্বে জো বাইডেনকে ‘বৃদ্ধ’ বলে কটাক্ষ করতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। বারংবার বাইডেনের শারীরিক অসুস্থতা, অক্ষমতাগুলিকে নিজের প্রচারপর্বে হাতিয়ার হিসাবে তুলে ধরেছিলেন তিনি। দাবি করেছিলেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য আর তৈরি নন। কিন্তু ট্রাম্প এখনও তৈরি। এখনও সক্ষম। কিন্তু বছর ঘুরতেই সেই ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অসুস্থতা নিয়ে তৈরি হল নানা গুঞ্জন।
সম্প্রতি বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প যখন আমেরিকার সুদের হার নিয়ে কথা বলছিলেন, তখন বেশ কয়েকবার খেই হারিয়ে ফেলতে দেখা যায় তাঁকে। তার পরেই মাথা চাড়া দেয় এই অসুস্থতা গুঞ্জনা। আর সেই জল্পনাকে একেবারে তুঙ্গে তুলে দেয় তাঁর ডান হাতে থাকা ব্যান্ডেজটি।
