Donald Trump Net Worth: গলার বাঁধার টাই থেকেও রোজগার, ঠিক কত টাকার মালিক ট্রাম্প?

Donald Trump Net Worth: হোয়াইট হাউসে পা রাখার ধনী ব্যক্তিদের অন্যতম হলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তার মোট সম্পত্তির পরিমাণ নিয়ে অনেক জল্পনা রয়েছে, ওঠানামা রয়েছে।

Donald Trump Net Worth: গলার বাঁধার টাই থেকেও রোজগার, ঠিক কত টাকার মালিক ট্রাম্প?
ফাইল ছবিImage Credit source: AP
Follow Us:
| Updated on: Nov 06, 2024 | 11:51 PM

ফ্লোরিডা: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে বড় ব্যবধানে হারিয়ে হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে এক বক্তৃতায়, ট্রাম্প তাঁর এই জয়কে ‘আমেরিকার স্বর্ণযুগ’ বলেছেন। দেশকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্পের এই জয়, তাঁর রাজনৈতিক প্রত্যাবর্তন। তাঁর রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে, সকলের নজর রয়েছে তাঁর সম্পদের পরিমাণ এবং প্রেসিডেন্ট থাকাকালে তা আরও কতটা বাড়ে সেই দিকেও। ৭৮ বছরের ট্রাম্পের ব্যবসায়িক সাম্রাজ্য ছড়িয়ে রয়েছে রিয়েল এস্টেট থেকে সংবাদমাধ্যম – অনেক দিকে। ঠিক কত টাকার মালিক ট্রাম্প? তাঁর আয়ের উৎসগুলিই বা কী কী?

ট্রাম্পের মোট সম্পদ

হোয়াইট হাউসে পা রাখার ধনী ব্যক্তিদের অন্যতম হলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তার মোট সম্পত্তির পরিমাণ নিয়ে অনেক জল্পনা রয়েছে। ২০১৫ সালে অনুমান করা হয়েছিল তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ৮৪,২৮৫ কোটি টাকার বেশি) বেশি । তবে, বিভিন্ন সংস্থার অনুমান অনুযায়ী, গত ৯ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ অনেকটাই কমেছে। ফোর্বসের হিসেব বলছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত ট্রাম্পের মোট সম্পত্তির মূল্য ৬৬০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৫৫,৬২৮ কোটি টাকার বেশি)। আর ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্স বলছে, ২০২৪-এর জুন পর্যন্ত তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭৭০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬৪,৮৯৯ কোটি টাকার বেশি)।

ট্রাম্পের সম্পদের মূল উৎস

ট্রাম্পের সম্পত্তির প্রাথমিকভাবে উৎস অবশ্যই রিয়েল এস্টেট খাত। এছাড়া, ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি সোশ্যাল মিডিয়া সংস্থার মালিক তিনি। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ চালায় এই সংস্থা। এর অংশীদারি থেকেও একটা বড় অংশের অর্থ আসে ট্রাম্পের পকেটে। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর আর্থিক সাম্রাজ্যের মূল উত্সগুলি –

ট্রাম্প অর্গানাইজেশন – বিভিন্ন হোটেল, বিলাসবহুল বাংলো, গল্ফ কোর্স-সহ বিভিন্ন সম্পত্তির তত্ত্বাবধান করে ট্রাম্পের এই সংস্থা। যার মধ্যে রয়েছে ম্যানহাটনের বিখ্য়াত ট্রাম্প টাওয়ার এবং ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেট।

বাণিজ্যিক রিয়েল এস্টেট –  বিভিন্ন বড় বড় রিয়েল এস্টেট সম্পত্তিতে ট্রাম্পের যথেষ্ট পরিমাণে অংশীদারি আছে। যেমন ১২৯০ অ্যাভিনিউতে অবস্থিত ম্যানহাটনের অফিসে তার ৫০ কোটি ডলারের শেয়ার রয়েছে। ট্রাম্প ন্যাশনাল ডোরাল মায়ামি গল্ফ রিসর্টে আছে ৩০ কোটি ডলারের শেযার।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ – ট্রুথ সোশ্যাল চালায় ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। ট্রাম্পের সাম্প্রতিক আর্থিক বৃদ্ধিতে এই সংস্থার মালিকানার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

বইয়ের রয়্যালটি এবং রিয়েলিটি টিভি শো – ট্রাম্প তাঁর লেখা বিভিন্ন বই, বিশেষ করে ‘দ্য আর্ট অফ দ্য ডিল’ থেকে বিপুল পরিমাণ রয়্যালটি পান। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ এবং ‘লেটার্স টু ট্রাম্পে’র মতো রিয়েলিটি টিভি শোগুলিও তাঁর আয় অনেকটা বাড়িয়েছে।

এনএফটি এবং ক্রিপ্টোকারেন্সি – ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিতে ১০ লক্ষ ডলারের বেশি বিনিয়োগ করেছেন। নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটি (NFTs) বিক্রি করেও তিনি যথেষ্ট লাভবান হয়েছেন বলে জানা গিয়েছে।

রাজনৈতিক তহবিল – রাষ্ট্রপতি থাকাকালীন এবং পরবর্তীতে প্রচারের সময়, রাজনৈতিক তহবিল সংগ্রহ থেকেও উপকৃত হয়েছে ট্রাম্পের বিভিন্ন সংস্থা।

ব্র্যান্ডিং এবং লাইসেন্সিং – পোশাক থেকে শুরু করে গৃহস্থালীর বিভিন্ন পণ্যের জন্য তাঁর নাম লাইসেন্স করে যথেষ্ট রাজস্ব আয় করেন ট্রাম্প। স্টেকের মতো খাদ্যপণ্য থেকে শুরু করে নেকটাইয়ের মতো পোশাক থেকে রয়্যালটি পান তিনি।