ওয়াশিংটন: উস্কানি দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট থাকাকালীনই ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অ্যাকাউন্ট ব্যান করেছিল টুইটার। এ বার আরও কড়া পদক্ষেপ করে টুইটার জানিয়ে দিল, যদি ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্টও হন, তাহলেও তাঁর অ্যাকাউন্টে বৈধতা দেবে না টুইটার। এ কথা সাফ জানিয়ে দিলেন টুইটারের প্রধান অর্থনৈতিক আধিকারিক নেড সেগাল।
একটি বিদেশি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, টুইটারের নীতি পরিষ্কার। যখন কোনও ব্যক্তিকে টুইটার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার অর্থ তিনি কোনও দিনই সেই প্ল্যাটফর্মে ফিরতে পারবেন না। সোগাল বলেন, “কাউকে একবার সরিয়ে দিলে, তিনি আর ফিরতে পারবেন না, সিএফও, বর্তমান-প্রাক্তন জনপ্রতিনিধি সকলের জন্যই একই নিয়ম।”
মার্কিন ক্যাপিটলে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। আর সেক্ষেত্রে তাঁর টুইটার অ্যাকাউন্টের প্রভাব অনেক। ফের যেন এই ঘটনা না ঘটে, সেটাই নিশ্চিত করতে হামলার দু’দিনের মাথায় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান করেছিল টুইটার। ব্লগ পোস্টে টুইটারের পক্ষ থেকে লেখা হয়েছিল, গভীর ভাবে পর্যবেক্ষণ করেই ব্যান করা হয়েছে ট্রাম্পের অ্যাকাউন্ট।
নেড সেগাল জানিয়েছেন, টুইটারের নীতিতে উস্কানিকে মান্যতা দেওয়া হয় না। নির্বাচনের ফল প্রকাশের পরে একাধিক টুইটে ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনে জিতেছেন তিনিই। নির্বাচন চুরি করেছে জেমোক্র্যাটরা, এই অভিযোগ করে একাধিক টুইট করেছিলেন ট্রাম্প। তাঁর একের পর এক টুইটকে মিথ্যা দাবির তকমাও দিয়েছিল টুইটার। সেই সাপেক্ষেই ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যান করে দেয় টুইটারে নীতি নির্ধারণ কমিটি।