‘ভ্যাকসিন চাই’, ট্রুডোর আবদারে কী বললেন ‘বন্ধু’ মোদী?

সুমন মহাপাত্র |

Feb 11, 2021 | 2:33 PM

টিকা পেতে নরেন্দ্র মোদীর দ্বারস্থ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফোনে নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা ছাড়াও টিকা পেতে আগ্রহ প্রকাশ করেছেন জাস্টিন ট্রুডো।

ভ্যাকসিন চাই, ট্রুডোর আবদারে কী বললেন বন্ধু মোদী?
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা সংস্থা হল সেরাম। সেই সেরাম সংস্থাই বিশ্বের একাধিক দেশে টিকা রফতানি করছে। বন্ধুত্বের হাত বাড়িয়ে ভারত থেকে টিকা পৌঁছেছে নেপাল, বাংলাদেশ, ভুটান-সহ একাধিক দেশে। এ বার টিকা পেতে নরেন্দ্র মোদীর দ্বারস্থ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফোনে নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা ছাড়াও টিকা পেতে আগ্রহ প্রকাশ করেছেন জাস্টিন ট্রুডো।

কৃষক আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর মন্তব্যের জেরে ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে কানাডার হাই কমিশনারকে সমন পাঠিয়ে ছিল ভারতের বিদেশমন্ত্রক। মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন, “ভাল করে না জেনে এই মন্তব্য করা থেকে কানাডার নেতৃত্বের বিরত থাকা উচিত।” কিন্তু তারপরেও ট্রুডো কৃষক আন্দোলনের সমর্থনের পক্ষ থেকে সরেননি। তিনি জানিয়েছিলেন, বিশ্বের যে প্রান্তে শান্তিপূর্ণ মিছিল হবে, সেখানেই সমর্থন থাকবে কানাডার।

এ দিন নরেন্দ্র মোদী টুইট করে জানান, তিনি ট্রুডোর কাছ থেকে ফোন পেয়ে খুশি। পাশাপাশি নমো আশ্বাস দেন, কানাডাকে করোনা প্রতিষেধক পাঠাতে ভারত যথাযোগ্য সব কাজ করবে। ট্রুডোর পক্ষ থেকেও বিবৃতি প্রকাশ করে জানানো হয়, নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ভারতে চলা আন্দোলন-সহ অন্যান্য বিষয়ে কথা হয়েছে। বিবৃতি জাস্টিন ট্রুডো এ-ও জানিয়েছেন যে, তিনি কথা বলে আন্দোলনকারীদের সঙ্গে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা নমোকে জানিয়েছেন।

আরও পড়ুন: হোয়াইট হাউসের কুর্সি পেলেও ট্রাম্পকে সূচাগ্র জমি দেবে না টুইটার

বিশ্লেষকরা বলছেন, কানাডায় সাঁড়াশি চাপে পড়েছেন জাস্টিন ট্রুডো। একদিকে যেমন ধীরে করোনা টিকাকরণের জন্য সে দেশে চাপে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী। তেমনই জি-৭ দেশ হয়ে কোভ্যাক্স পুল থেকে করোনা টিকা নেওয়ার জন্য কিছুটা হলেও চাপের মুখে তিনি। এমতাবস্থায় ভারতের দ্বারস্থ হওয়া, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের কাছে করোনা টিকার ১০ লক্ষ ডোজ় দিতে চেয়েছে কানাডা। সেই টিকা দিতে রাজি ভারত, এমনটাই গুঞ্জন আন্তর্জাতিক মহলে।

Next Article