টোকিও: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান (Japan)। ৭.২ ম্যাগনিটিউডের ভয়াবহ ভূমিকম্পের পর সে দেশের উত্তর-পূর্ব ঘাটে জারি হয়েছে সুনামি সতর্কতা। তবে এখনও কোনও হতাহতের খবর আসেনি। জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এই জোরালো ভূমিকম্প হয় জাপানে। ভূমিকম্পের পর সে দেশে স্থানীয় প্রশাসন পরমাণু কেন্দ্রগুলিতে তদন্ত করেছে। রেলের তরফে বন্ধ করা হয়েছে সব ধরনের পরিষেবা। এমনকি বন্ধ বুলেট ট্রেনও।
মার্কিন ভূতত্ত্ব সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর আগে ২০১১ সালের ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্প ও সুনামির জেরে চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুসিমা মেল্টডাউন শহর। সে বার রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৯। তারপর বড় কোনও সুনামি সতর্কতার মুখে পড়তে হয়নি জাপানকে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে ১০ বছর আগের সেই স্মৃতির কথা মনে পড়েছে। বিপর্যয় মোকাবিলা অফিসের আধিকারিক তাকাসি ইয়োকোটা জানিয়েছেন, এখনও কোনও ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি। সংবাদ সংস্থা এএফপিকে তাকাসি জানিয়েছেন, সুনামি সতর্কতা ও ভূমিকম্পের পর এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি। পরমাণু নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, পরমাণু কেন্দ্রে কোনও অস্বাভাবিকত্ব ধরা পড়েনি। জাপান ‘রিং অব ফায়ার’-এর অন্তর্গত। তাই এই দেশ অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। প্রায়শই ভূমিকম্পের কবলে পড়ে জাপান।
আরও পড়ুন: টিকা নিয়েই করোনা আক্রান্ত হলেন ইমরান খান