ইউরোপিয়ান মেডিটেরানিন সিসমোলজি সেন্টারের তরফে প্রথমে ভূমিকম্পের তীব্রতা ৫.৪ বললেও, পরে তা বাড়িয়ে ৫.৭ ছিল বলেই জানানো হয়। কোয়েটার সংলগ্ন এলাকায় হওয়া এই ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি হওয়ায় আফটার শকও অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের তরফেও দক্ষিণ পাকিস্তানের হারনাই অঞ্চলে, যেখানে ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব অনুভূত হয়েছে, সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী কয়েক ঘণ্টা আফটার শকের প্রভাব থাকতে পারে, সেই কারণে যাদের বাড়িতে ফাটল ধরেছে বা বাড়ির ভিত নড়বড়ে হয়ে পড়েছে, তাদের আপাতত বাড়ি ফিরতে মানা করা হয়েছে। ভূমিকম্পের জেরে রাস্তাঘাটের একাধিক গাছপালাও উপড়ে পড়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শীঘ্রই উদ্ধারকার্য ও সাফাই শুরু হবে।
আরও পড়ুন: Malaria Vaccine: ঐতিহাসিক! বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্য়াকসিনে ছাড়পত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার