Elon Musk: দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার! ইলন মাস্ক নিজেই জানালেন এই কথা…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 11, 2022 | 8:12 AM

Twitter: সংস্থার বৈঠকে টুইটারের কর্মীদের ইলন মাস্ক জানিয়েছেন যে সংস্থার দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দিতে পারছেন না।

Elon Musk: দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার! ইলন মাস্ক নিজেই জানালেন এই কথা...
চলতি বছরের এপ্রিল মাসেই ৪ হাজার ৪০০ কোটি টাকা দিয়ে টুইটার সংস্থাকে কিনে নেন টেসলা কর্তা ইলন মাস্ক। দীর্ঘ টালবাহানার পর অক্টোবর মাসে টুইটারের মালিকানা গ্রহণ করেন। আর তার কয়েকদিন পরই সংস্থায় ছাঁটাইয়ের ঘোষণা করেন তিনি।

Follow Us

সান ফ্রান্সিসকো: সংস্থার ৫০ শতাংশ কর্মীকেই ছাঁটাই করেছেন, তবুও আর্থিক সঙ্কট মেটার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না টুইটারে(Twitter)। বৃহস্পতিবার টুইটার সংস্থার দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বললেন নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk)। সংস্থার বৈঠকেই এই সম্ভাবনার কথা বলেন মাস্ক। সম্প্রতিই টেসলার লক্ষাধিক শেয়ার বিক্রি করে দেন ইলন মাস্ক। তারপরও জল্পনা শুরু হয়েছিল যে টুইটার সংস্থা কেনার পর আর্থিক দোটানায় পড়েছেন টেসলা কর্তা। বাধ্য হয়েই তিনি শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এবার তিনি নিজেই টুইটারের দেউলিয়া হয়ে যাওয়ার কথা বললেন।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সংস্থার বৈঠকে টুইটারের কর্মীদের ইলন মাস্ক জানিয়েছেন যে সংস্থার দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দিতে পারছেন না। বৃহস্পতিবার দুপুরে ইলন মাস্ক সংস্থার সমস্ত কর্মীর সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে তিনি জানান, আগামী বছরেও সংস্থা কয়েক বিলিয়ন ডলার খোয়াতে পারে। যদিও টুইটারের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে গত এপ্রিল মাসে টুইটার কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। দুই সপ্তাহ আগেই তিনি মালিকানা অধিগ্রহণ করেন। আর্থিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে টুইটারের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়।

রয়টার্স সূত্রে খবর, টুইটারের দুই এগজেকিউটিভ ইয়োল রোথ ও রবিন হুইলার বুধবারই ইস্তফা দিয়েছেন। বৃহস্পতিবার টুইটারের চিফ সিকিউরিটি অফিসার লিয়া কিসনারও টুইট করে জানান, তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। এর আগে চিফ প্রাইভেসি অফিসার ডেমিয়ান কিয়েরান ও চিফ কমপ্লায়েন্স অফিসার মারিয়ান ফোগার্টিও ইস্তফা দেন।

একদিকে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই, অন্যদিকে একের পর এক শীর্ষ কর্তাদের ইস্তফার ঘটনায় টুইটার সংস্থার অন্দরেও তোলপাড় শুরু হয়েছে। মার্কিন ফেডেরাল ট্রেড কমিশনের তরফে জানানো হয়েছে, টুইটারের গোটা পরিস্থিতি নিয়েই তারা উদ্বিগ্ন এবং গোটা বিষয়টিকে তারা গভীরভাবে খতিয়ে দেখছেন। একাধিক প্রাইভেসি ও কমপ্লায়েন্স অফিসার ইস্তফা দেওয়ায় টুইটার রেগুলেটরি অর্ডার বা নির্দেশ অমান্য করার সম্ভাবনাও তৈরি হয়েছে।

Next Article