ওয়াশিংটন: যৌনতার ক্ষেত্রে বাবা-ছেলেতে বিশেষ পার্থক্য নেই। মাত্র কয়েকদিন আগেই জানা গিয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা নিউরালিংকের এক শীর্ষস্থানীয় কার্যনির্বাহীর গর্ভে যমজ সন্তানের জন্ম দিয়েছেন ইলন মাস্ক। এবার জানা গেল, ইলনের বাবা এরোল মাস্ক, ৩৫ বছর বয়সী জনা বেজুইডেনহাউটের গর্ভে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। কে এই বেজুইডেনহাউট? এরোল মাস্কেরই সৎ কন্যা, অর্থাৎ ইলন মাস্কের সৎ বোন।
বস্তুত, নিজের মেয়ের কোলে এর আগেও এক সন্তান এনে দিয়েছেন ৭৬ বছর বয়সী এরোল মাস্ক। ২০১৭ সালে তাঁর ঔরসে সৎ ময়েরে গর্ভে জন্ম নিয়েছিল এক পুত্র সন্তান। এখন তার পাঁচ বছর বয়স, নাম এলিয়ট রাশ। এবার, মেয়ের গর্ভে আরও এক সন্তানের জন্ম দিলেন তিনি। এরোল জানিয়েছেন, শিশুটির জন্ম হয়েছে ২০১৯ সালে। এই দুই বছর তিনি এবং জনা বেজুইডেনহাউট শিশুটির কথা গোপন রেখেছিলেন। তবে, এখন আর কন্যার গর্ভে সন্তানের জন্ম দেওয়া নিয়ে কোনও রাখঢাক নেই ইলন মাস্কের বাবার। ‘দ্য সান’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি সাফ বলেছেন, ‘পৃথিবীতে আমরা আসি একমাত্র সন্তানের জন্ম দিতেই।’
দক্ষিণ আফ্রিকার এই ইঞ্জিনিয়ার কিন্তু, বছরের পর বছর ধরে সেই কাজটা বেশ ভালভাবেই করে চলেছেন। এই নিয়ে সাত সন্তানের বাবা হলেন এরোল মাস্ক। যার একজন হলেন টেসলা-স্পেসএক্সের মতো সংস্থার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ১৯৭৯ সালে ইলন মাস্কের মা মে হালডেম্যান মাস্কের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল এরোল মাস্কের। ইলন ছাড়াও তাঁদের আরও দুই সন্তান রয়েছে – কিম্বল এবং তোসকা। বিচ্ছেদের পর হেইডি বেজুইডেনহাউটকে বিয়ে করেছিলেন এরোল। পরে তাঁর সঙ্গেও বিচ্ছেদ হলেও, ১৮ বছর ধরে বিবাহিত জীবনে এরোল মাস্ক এবং হেইডি বেজুইডেনহাউট দুই সন্তানের জন্ম দিয়েছিলেন।
তবে, তারও আগে তাঁর আগের সম্পর্ক থেকে জনা বেজুইডেনহাউটের জন্ম দিয়েছিলেন হেইডি বেজুইডেনহাউটকে। এরোলের সঙ্গে হেইডির বিয়ের সময় জনার বয়স ছিল মাত্র ৪। নিজের মেয়ের মতো করেই জনাকে বড় করেছিলেন এরোল। এখন তাঁর গর্ভেই পরপর দুই সন্তানের জন্ম দিলেন তাঁর বাবা! ‘দ্য সান’-এর ওই প্রতিবেদন অনুযায়ী, এরোল মাস্কের ঔরসে জনা বেজুইডেনহাউট গর্ভবতী হওয়ায় জোর ধাক্কা খেয়েছিল ইলন মাস্কের পরিবার। এরোল মাস্ক বলেছেন, ‘ওরা এখনও এটা (তাঁর সঙ্গে জনা বেজুইডেনহাউটের সম্পর্ক) পছন্দ করে না… তারা এখনও এটি সম্পর্কে কিছুটা অস্বস্তি বোধ করে, কারণ সে তাদের বোন। তাদের সৎ বোন।’
তবে এই দ্বিতীয় শিশুটির জন্ম দেওয়ার কোনও পরিকল্পনা তাঁদের ছিল না বলেই জানিয়েছেন এরোল। তবে, জনার গর্ভের কন্যা সন্তানটি যে তাঁরই এই নিয়ে তাঁর মনে কোনও সন্দেহ নেই বলে জানিয়েছেন ইলন মাস্কের বাবা। তিনি বলেছেন, ‘আমি ওর ডিএনএ পরীক্ষা করিনি। কিন্তু ও দেখতে আমার অন্য মেয়েদের মতো। ওকে দেখে মনে হয় রোজ এবং তোসকার মিশ্রন। ও দেখতে হুবহু রুশির মতো এবং আচরণও তার মতো। সুতরাং স্পষ্টতই ও আমার মেয়ে।’