Elon Musk’s daughter: ‘আমেরিকায় কোনও ভবিষ্যত নেই…’, ট্রাম্প জিততেই দেশ ছাড়ছেন ইলন মাস্কের মেয়ে

Elon Musk's daughter on Trump's win: প্রচার পর্বে দৃঢ়ভাবে ট্রাম্পের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছিলেন টেসলা তথা স্পেসএক্স সংস্থার মালিক। কিন্তু, ট্রাম্প ভোটে জিততেই মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য কোনও জায়গায় চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তাঁর কন্যা, ভিভিয়ান উইলসন। তিনি জানিয়েছেন,সেই দেশে তিনি তাঁর কোনও ভবিষ্যত দেখতে পাচ্ছেন না। তাই তিনি দেশ ছাড়তে চান।

Elon Musk's daughter: 'আমেরিকায় কোনও ভবিষ্যত নেই...', ট্রাম্প জিততেই দেশ ছাড়ছেন ইলন মাস্কের মেয়ে
Image Credit source: Getty Images and Instagram
Follow Us:
| Updated on: Nov 08, 2024 | 3:40 PM

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পিছনে ইলন মাস্কের বড় ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে। প্রচার পর্বে দৃঢ়ভাবে ট্রাম্পের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছিলেন টেসলা তথা স্পেসএক্স সংস্থার মালিক। কিন্তু, ট্রাম্প ভোটে জিততেই মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য কোনও জায়গায় চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তাঁর কন্যা, ভিভিয়ান উইলসন। তিনি জানিয়েছেন,সেই দেশে তিনি তাঁর কোনও ভবিষ্যত দেখতে পাচ্ছেন না। তাই তিনি দেশ ছাড়তে চান। প্রসঙ্গত, ইলন মাস্ক এবং তাঁর প্রথম স্ত্রী, জাস্টিন উইলসনের ছয় সন্তানের অন্যতম ভিভিয়ান। ২০২২ সালে তিনি আইনিভআবে তাঁর নাম এবং লিঙ্গ পরিবর্তন করেছিলেন। ছেলে থেকে মেয়ে হয়েছিলেন। সেই থেকে তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না মাস্ক। ভিভিয়ান সম্পর্কে তিনি বলেছিলেন, তাঁর ‘ছেলে জাগ্রত মনের ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে’।

বাবার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এক্স (আগে ছিল টুইটার)-ও ব্যবহার করেন না ভিভিয়ান। ট্রাম্পের জয়ের পর, তিনি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেটা সংস্থার মালিকানাধীন থ্রেডস-এ। ইলন মাস্কের মেয়ে লিখেছেন, “বেশ কিছু সময় ধরেই আমি এটা ভাবছিলাম। কিন্তু, গতকাল আমি এই বিষয়ে নিশ্চিত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রে আমি আমার কোনও ভবিষ্যত দেখতে পাচ্ছি না। যদিও তিনি (ডোনাল্ড ট্রাম্প) মাত্র ৪ বছরের জন্য প্রেসিডেন্টের কার্যালয়ে থাকবেন, এমনকি ট্রান্সজেন্ডার-বিরোধী বিধানগুলিও রাতারাতি আসবে না, কিন্তু, যে লোকেরা স্বেচ্ছায় এই ভোট দিয়েছে তারা তো এখানেই থাকবে।”

ভিভিয়ান আমেরিকা ছাড়ার পরিকল্পনা জানানোর পর, এই বিষয়ে ইলন মাস্ক তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন এক্স-এ। তিনি তাঁর আগের করা মন্তব্যই ফের করেছেন – ‘জাগ্রত মন আমার ছেলেকে হত্যা করেছে’। তাঁর বাবার এই পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে, থ্রেডস-এ ভিভিয়ান লিখেছেন, “তুমি এখনও একই কাহিনি বলে যাচ্ছ – কী দুঃখ আমার, আমার সন্তান কিছু একটা জিনিসে সংক্রামিত হয়েছে এবং এই কারণেই ওরা ওকে ঘৃণা করে। প্লিজ, এটা ভেব না। ঈশ্বর জানেন, আমি আর যা হই না কেন, আমি কারও শিকার নই। কেউ কি সত্যিই তোমার কথা বিশ্বাস করে? এটা অত্যন্ত ক্লান্তিকর, অতিমাত্রায় ক্লিশে। সত্যি বলতে আমি অত্যন্ত বিরক্, এর থেকে ভাল কোনও গল্প বানাতে পারলে না?”

ভিভিয়ান আরও দাবি করেছেন, মাস্কের তাঁকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই বলে তিনি খেপে গিয়েছেন। ভিভিয়ান লিখেছেন, “তোমার দুঃখ পাওয়ার একমাত্র কারণ হল, তোমার আশেপাশের সকলেই জানে, তুমি একজন বিভ্রান্ত এবং নোংরা ক্ষুদ্র নিয়ন্ত্রণকারী পাগল। ৩৮ বছর ধরে তোমার কোনও পরিপক্কতা আসেনি। যাইহোক, এটা আমার সমস্যা নয়।”