Pakistan: ভারতেও রয়েছে চিন-পাকিস্তানের ‘সম্পত্তি’? নিলামে উঠতেই একেবারে অবাক করা কাণ্ড

Sep 20, 2024 | 9:51 PM

Pakistan: ১৯৬২, ১৯৬৫ ও ১৯৭১, সোজা কথায় ৯ বছরে তিন-তিনবার যুদ্ধ। তিনবারই যুদ্ধের পর ভারত ছেড়ে চিন ও পাকিস্তানে চলে গিয়েছিলেন বেশকিছু মানুষ। তাঁদের ফেলে যাওয়া সম্পত্তির দখল নিতে ১৯৬৮ সালে ‘শক্র সম্পত্তি’ আইন পাশ হয়।

Pakistan: ভারতেও রয়েছে চিন-পাকিস্তানের ‘সম্পত্তি’? নিলামে উঠতেই একেবারে অবাক করা কাণ্ড
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: উত্তরপ্রদেশের বাগপতে ১৩ বিঘার মত কৃষিজমি নিলামে উঠেছিল। বিস্তর দরাদরির পর ১ কোটি ৩৮ লক্ষ টাকায় জমিটি কিনে নেয় বাগপতের এক কৃষক পরিবার। জমিটা একসময় প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের পরিবারের ছিল। জমির মালিক ছিলেন মুশারফের বাবা-সহ পরিবারের আরও তিন সদস্য। দিল্লির দরিয়াগঞ্জে থাকার সময় সেটি কিনেছিলেন মুশারফের বাবা। ২০১০ সালে শক্র সম্পত্তি আইনে জমিটি চিহ্নিত করে প্রশাসন। এবছরের শুরুতে জমিটিকে নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়। অনলাইন নিলামে অংশ নেন ১৬৬ জন। এই ধরনের নিলামে যা রেকর্ড বলা চলে। গত ৬ সেপ্টেম্বর নিলাম হয়। এদিন নতুন মালিকের হাতে কাগজপত্র তুলে দিয়েছে এনিমি প্রপার্টি কাস্টোডিয়ান অফিস। তা নিয়েই চলছে চর্চা। 

১৯৬২, ১৯৬৫ ও ১৯৭১, সোজা কথায় ৯ বছরে তিন-তিনবার যুদ্ধ। তিনবারই যুদ্ধের পর ভারত ছেড়ে চিন ও পাকিস্তানে চলে গিয়েছিলেন বেশকিছু মানুষ। তাঁদের ফেলে যাওয়া সম্পত্তির দখল নিতে ১৯৬৮ সালে ‘শক্র সম্পত্তি’ আইন পাশ হয়। ৪৯ বছর পর ২০১৭-এর মার্চে এই আইন সংশোধন করে কেন্দ্র। প্রথম আইনে বলা হয় দেশ ছেড়ে যেসব ভারতীয় পাকিস্তান ও চিনে আশ্রয় নিয়েছেন, ভারতে তাঁদের সম্পত্তির মালিকানা তাঁদের উত্তরাধিকারীরা দাবি করতে পারবেন না। ওই সম্পত্তির দখল নেবে কেন্দ্র। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রক আলাদা ট্রাস্ট তৈরি করেছিল। তবে সেই আইনকে চ্যালেঞ্জ করে মামলা করেন উত্তরপ্রদেশের মেহমুদাবাদের নবাবের বংশধরেরা। আদালতে তাঁরা দাবি করেন, পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি থেকে ভারত সরকার তাঁদের বঞ্চিত করতে পারে না। 

এই খবরটিও পড়ুন

৩২ বছর ধরে নানা আদালতে মামলা চলার সময় ২০০৫ সালে আসে সুপ্রিম কোর্টের রায়। রায়ে বলা হয়, নবাবের বংশধরদের তাঁদের পূর্বপুরুষের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। এই রায়ের পর অনেকেই সম্পত্তি ফেরত চেয়ে মামলা করা শুরু করেন। ফলে, সংশোধিত আইন তৈরি করে কেন্দ্র। ২০১৭ সালের সংশোধিত আইনে বলা হয় যে কেন্দ্রীয় সরকার শুধু শত্রু সম্পত্তির কাস্টোডিয়ানই নয়, ওই সম্পত্তি কেন্দ্র বিক্রিবাটাও করতে পারবে। সেই সময় সরকার সংসদে জানিয়েছিল, দেশজুড়ে ১৬ হাজার ৪৫৬টি সম্পত্তি শত্রু সম্পত্তি হিসাবে চিহ্নিত। এর আনুমানিক মূল্য ‍১ লক্ষ কোটি টাকারও বেশি। ২০১৮ থেকে ধাপে ধাপে শক্র সম্পত্তি আইনে বিভিন্ন সম্পত্তির নিলাম শুরু হয়। এবার নিলামে উঠল পারভেজ মুশারফের সম্পত্তি। আর যেটা বলার, কলকাতা-সহ আমাদের রাজ্যের কিন্তু এরকম সম্পত্তির সংখ্যা নেহাত কম নয়।

Next Article