প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)
কলম্বো: এক কেজি চাল কিনতে কত টাকা খরচ হয়? খুব বেশি হলে ৪০ থেকে ৬০ টাকা। খুব দামি চাল হলে, তা কিনতে খরচ হতে পারে ১২০ টাকা। কিন্তু শ্রীলঙ্কায় কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে ২২০ টাকা। একটা ডিম কিনতে গেলেও খরচ করতে হচ্ছে ৩০ টাকা। এমনই ভয়ঙ্কর অবস্থা শ্রীলঙ্কার। সেখানে আর্থিক সঙ্কট দেখা গিয়েছে, তার জেরেই আকাশ ছুঁয়েছে সমস্ত পণ্যের দামই। কিন্তু সাধারণ মানুষ খাবে কী? কারণ তাদের হাতে টাকাই নেই। ফলে আপাতত অনাহারেই দিন কাটছে তাদের।
এক সপ্তাহ ধরেই চরম সঙ্কট দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। আর্থিক দেনার দায়ে ডুবে গিয়েছে শ্রীলঙ্কা। ফুরিয়ে গিয়েছে জ্বালানি। খাদ্যশস্যও নেই। যেটুকু পেট্রোল রয়েছে, তা কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিচ্ছে মানুষ।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কলম্বোর সুপারমার্কেটগুলিতে আকাশছোঁয়া দাম পৌঁছেছে খাদ্যশস্যের। বিগত এক সপ্তাহে সবজির দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। চালের দাম ২২০ টাকা কেজিতে এবং আটার দাম ১৯০ টাকা কেজিতে পৌঁছেছে। এক কেজি চিনির দাম ২৪০ টাকায় পৌঁছেছে। নারকেল তেলের দাম তো আরও বেশি, এক লিটার তেল কিনতেই খরচ হবে ৮৫০ টাকা। একটি ডিম কিনতেই খরচ হচ্ছে ৩০ টাকা। এক কেজি গুড়ো দুধ কিনতে খরচ হচ্ছে ১৯০০ টাকা। শুধু খাদ্যপণ্যই নয়, দাম বেড়েছে অত্যাবশ্যকীয় ওষুধেরও। এক পাতা প্যারাসিটামল কিনতেই কমপক্ষে ১৪০ টাকা খরচ করতে হচ্ছে।