Fire at nightclub: নাইট ক্লাবে কনসার্ট চলাকালীন আগুন, প্রাণ গেল কমপক্ষে ৫১ জনের

Mar 16, 2025 | 5:00 PM

Fire at nightclub: উত্তর ম্যাসিডনিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা এমআইএ রবিবার জানিয়েছে, রাজধানী স্কপিয়ে থেকে ১০০ কিলোমিটার দূরে কোকানি শহরের বিখ্যাত এক নাইট ক্লাবে শনিবার রাতে একটি হিপ-হপ কনসার্টের আয়োজন করা হয়েছিল।

Fire at nightclub: নাইট ক্লাবে কনসার্ট চলাকালীন আগুন, প্রাণ গেল কমপক্ষে ৫১ জনের
কনসার্ট চলাকালীন ওই নাইট ক্লাবে আগুন লাগে

Follow Us

স্কপিয়ে: হুল্লোড়, আনন্দে মশগুল সবাই। চলছে হিপ-হপ কনসার্ট। আচমকা নাইট ক্লাবে আগুন। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ল। সেই আগুনে পুড়েই মৃত্যু হল কমপক্ষে ৫১ জনের। জখম হয়েছেন একশো জনের বেশি। ঘটনাটি ঘটেছে উত্তর ম্যাসিডনিয়ার কোকানি শহরে।

উত্তর ম্যাসিডনিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা এমআইএ রবিবার জানিয়েছে, রাজধানী স্কপিয়ে থেকে ১০০ কিলোমিটার দূরে কোকানি শহরের বিখ্যাত এক নাইট ক্লাবে শনিবার রাতে একটি হিপ-হপ কনসার্টের আয়োজন করা হয়েছিল। যে কনসার্ট দেখতে প্রায় ১৫০০ জন উপস্থিত ছিলেন। তাঁদের বেশিরভাগই যুবক-যুবতী।

শনিবার গভীর রাতে কনসার্ট শুরু হয়। স্থানীয় সময় রাত ৩টে নাগাদ ওই নাইট ক্লাবে আগুন লাগে। খবর পেয়েই দ্রুত পৌঁছন উদ্ধারকারীরা। জখম অবস্থায় শতাধিক জনকে উদ্ধার করা হয়। তাঁদের অনেককে স্থানীয় কোকানি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের ৩০ কিমি দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই খবরটিও পড়ুন

উত্তর ম্যাসিডনিয়ার একটি ছোট শহর কোকানি। ৩০ হাজারের মতো নাগরিক সেখানে বাস করেন। সেখানকার বিখ্যাত নাইট ক্লাব ‘প্লাস’। সেখানে অগ্নিকাণ্ডের জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের অনুমান, ওই নাইট ক্লাবের মধ্যে আতশবাজি জ্বালানোর সময় আগুন ছড়িয়ে থাকতে পারে।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করে উত্তর ম্যাসিডনিয়ার প্রধামন্ত্রী রিস্টিয়ান মিকোস্কি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ম্যাসিডনিয়ার জন্য গভীর দুঃখের দিন। অপূরণীয় ক্ষতি।” জখমদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জখম ও মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

 

Next Article