লন্ডন: পশ্চিম লন্ডনের এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের পাঁচ সদস্যের। এর মধ্যে তিন শিশুও রয়েছে। সোমবার (১৩ নভেম্বর), লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রবিবার রাতে তারা ওই বাড়িতে আগুন লাগার খবর পেয়েছিল। তবে, তারা ঘটনাস্থলে এসে পৌছনোর আগেই পুরোপুরি আগুনের গ্রাসে চলে যায় বাড়িটি। নিহতদের না প্রকাশ করেনি পুলিশ। কিন্তু, ব্রিটিশ সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ওই পরিবার ভারতীয় বংশোদ্ভূত। সম্প্রতি বেলজিয়াম থেকে তারা লন্ডনে এসেছিল। আগুন লাগার আগে, ওই বাড়িতে তারা দীপাবলি উদযাপন করছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ষষ্ঠ এক ব্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাঁর প্রাণের ঝুঁকি নেই। অপর এক পুরুষের এখনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটায় তাদের কাছে আগুন লাগার খবর এসেছিল। অবিলম্বে লন্ডন ফায়ার ব্রিগেডের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের অফিসাররাও ঘটনাস্থলে উপস্থিত হন।
আগুন আশেপাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কায়, আশপাশের বেশ কয়েকটি বাড়ি খালি করেছিল পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার পর, পুড়ে যাওয়া বাড়িটির ভিতর থেকে তিন শিশু-সহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। জরুরী পরিষেবাগুলি আসার আগেই এক ব্যক্তি জ্বলতে থাকা বাড়িটি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যায় অ্যাম্বুল্যান্স সার্ভিস। বাড়িটিতে আরও এক ব্যক্তি ছিলেন। এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
দিলীপ সিং নামে ম্যানচেস্টারের এক বাসিন্দা জানিয়েছেন, ওই বাড়িতে রবিবার রাতে দীপাবলি উদযাপন উপলক্ষে জড়ো হয়েছিলেন তাঁর শ্যালক, শ্যালকের স্ত্রী, তাঁদের তিন সন্তান এবং আরও দুই অতিথি। ফোন পেয়েই যত গ্রুত সম্ভব স্ত্রীকে নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছন। তিনি জানিয়েছেন, তাঁর শ্যালক প্রাণে বেঁচে গিয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তিনি আরও জানিয়েছেন, পুলিশের অনুমান আগুন বাইরে থেকে লেগেছিল। শ্যালকের সঙ্গে কথা বলার পর এই বিষয়ে তাঁরা আরও তথ্য জানতে পারবেন বলে আশা করছেন।
লন্ডন মেট্রোপলুটন পুলিশের প্রধান শন উইলসন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঠিক কী ঘটেছিল, তা জানতে পুলিশ কর্তারা তদন্ত করছেন। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। আতসবাজি থেকে আগুন লাগার সম্ভাবনাও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না বলে জানিয়েছেন শন উইলসন। বস্তুত, সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। তিনি বলেছেন, “পুলিশ এবং দমকল বিভাগ আলাদা আলাদাভাবে এই ঘটনার তদন্ত করছে। তদন্তের এই পর্যায়ে, আমরা কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। খোলা মনে তদন্ত করছি।”