ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি, নাওমি বাইডেনের গাড়ি চুরির চেষ্টা। এর জেরে প্রকাশ্য়েই গুলি ছুড়লেন তাঁর সুরক্ষায় নিযুক্ত মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৩ নভেম্বর), জর্জটাউনের পাশে এক জায়গায় গিয়েছিলেন নাওমি। তাঁর সঙ্গে ছিলেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। এক জায়গায় নাওমির এসইউভি গাড়িটি পার্ক করা ছিল। ওই গাড়িটিও সিক্রেট সার্ভিসের, তবে, তাতে কোনও চিহ্ন ছিল না। আচমকা গাড়িটির জানলা ভেঙে সেটি চুরি করার চেষ্টা করে তিন দুষ্কৃতী। এরপরই প্রকাশ্যেই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সিক্রেট সার্ভিসের এজেন্টরা।
এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চায়নি মার্কিন সিক্রেট সার্ভিস। তারা জানিয়েছে, নাওমি বাইডেনের নিরাপত্তার জন্য এই বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এক এজেন্ট গুলি ছুড়েছিল ঠিকই। তবে, বন্দুকের গুলিতে কেউ আহত হয়নি। গুলি ছোড়ার পর, ওই তিন দুষ্কৃতী একটি লাল গাড়িতে করে পালিয়ে গিয়েছিল বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। সিক্রেট সার্ভিস জানিয়েছে, ওই দুষ্কৃতীদের সন্ধান চালানো হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তাদেরকে একটি রিপোর্ট জমা দিয়েছে সিক্রেট সার্ভিস।
জো বাইডেনের বড় ছেলে, হান্টার বাইডেন এবং তাঁর স্ত্রী ক্যাথলিন বুহেলের বড় মেয়ে নাওমি বাইডেন। বর্তমানে তাঁর বয়স ২৯ বছর। ২০২২-এর নভেম্বরে হোয়াইট হাউসের সাউথ লনে পিটার নিলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। সেই প্রথম হোয়াইট হাউসের সাউথ লনে কারও বিয়ে হয়েছিল।
সাম্প্রতিক সময়ে, বাইডেন প্রশাসনের অনেকেই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েছে। গত মাসেই টেক্সাসের প্রতিনিধি হেনরি কুয়েলারের গাড়ি ডাকাতি করেছিল তিন সশস্ত্র দুষ্কৃতী। ক্যাপিটল অর্থাৎ, মার্কিন সংসদ ভবনের কাছেই সেই ঘটনা ঘটেছিল। তবে, তাঁকে শারীরিকভাবে আঘাত করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে, মিনেসোটার অ্যাঞ্জি ক্রেগ তাঁর অ্যাপার্টমেন্টেই আক্রান্ত হয়েছিলেন।