Imran Khan : গদি বাঁচাতে পারেননি, ‘পরাধীন পাকিস্তানের’ প্রসঙ্গ তুলে প্রথম প্রতিক্রিয়া ইমরানের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 11, 2022 | 12:33 PM

Imran Khan : নিজের 'ব্যাট' হারানোর পর টুইটারে প্রথম প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি উল্লেখ করেছেন যে, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হলেও আজ থেকে আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হল পাকিস্তানের।

Imran Khan : গদি বাঁচাতে পারেননি, পরাধীন পাকিস্তানের প্রসঙ্গ তুলে প্রথম প্রতিক্রিয়া ইমরানের
ফাইল ছবি

Follow Us

ইসলামাবাদ : শত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। গতকাল মধ্যরাতে আস্থা ভোট অনুষ্ঠিত হয় পাকিস্তান ন্য়াশনাল অ্যাসেম্বলিতে। যদিও সেইসময় অ্যাসেম্বলিতে উপস্থিত ছিলেন না স্বয়ং ইমরান খানই। আস্থা ভোটে প্রধানমন্ত্রীর গদি হারান বিশ্বকাপ জয়ী ইমরান। গতকাল গদিচ্যুত হওয়ার পর তার অবস্থান নিয়ে কোনও সঠিক খোঁজ মেলেনি। মাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি পাকিস্তান ছেড়ে চলে গিয়েছেন। এর মধ্যেই নিজের ‘ব্যাট’ হারানোর পর টুইটারে প্রথম প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি উল্লেখ করেছেন যে, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হলেও আজ থেকে আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হল পাকিস্তানের।

ইমরান খান এদিন টুইটারের লিখেছেন, “পাকিস্তান ১৯৪৭ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছিল। কিন্তু আজ থেকে আরেকটি স্বাধীনতা সংগ্রাম শুরু হল। সরকার পরিবর্তনের জন্য বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সংগ্রাম। দেশের নাগরিকরা সবসময় নিজেদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করে এসেছে।” গদিচ্যুত হওয়ার পর এটাই ছিল ইমরান খানের প্রথম প্রতিক্রিয়া। তিনি সেখানেও বিদেশি ষড়যন্ত্রের উল্লেখ করেছেন। প্রসঙ্গত, বিরোধীরা পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর থেকেই এই একই অভিযোগ করে এসেছেন ইমরান। অনাস্থা প্রস্তাবের আগে একটি ভরা জনসভায় দাঁড়িয়ে ইমরান বলেছিলেন যে, তাঁকে গদিচ্যুত করার জন্য বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বিদেশি ষড়যন্ত্র বলতে আমেরিকার দিকেই নিশানা করেছিলেন। তিনি সরাসরি এক মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু-র নাম নিয়ে তাঁর সরকার ফেলে দেওয়ার অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর রাশিয়া সফরের কারণে আমেরিকা তাঁর সরকার ভেঙে দিতে চাইছে। তিনি পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই নিয়ে প্রমাণ দেবেন বলেও জানিয়েছিলেন। এদিকে তাঁর এই অভিযোগ ঘিরে পাক সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টে মামলা পৌঁছোয়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশেই গতকাল মধ্যরাতে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। নিজের গদি হারান ইমরান খান।

আরও পড়ুন : Pak Prime Minister Election : হবু প্রধানমন্ত্রী শাহবাজ়? হার না মেনে মনোনয়ন দাখিল পিটিআই-র মেহমুদ কুরেশিরও

Next Article