Viral Video : মানুষের হাত থেকে নিয়ে চেটেপুটে ড্রাগন ফল খেল ছোট্ট বাঁদর! অবলা জীবের মায়া ভরা চোখে ডুবে যাবেন আপনিও

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 10, 2022 | 9:21 PM

Viral Video : ভিডিয়োতে একটি বাচ্চা বাঁদরকে দেখা যাচ্ছে। একটি জঙ্গলের মধ্যে বসে আছে সে। নিজের হাতের বুড়ো আঙুল চুসছে। তার সামনে এক ব্যক্তি ড্রাগন ফল ধরে আছেন।

Viral Video : মানুষের হাত থেকে নিয়ে চেটেপুটে ড্রাগন ফল খেল ছোট্ট বাঁদর! অবলা জীবের মায়া ভরা চোখে ডুবে যাবেন আপনিও
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

Follow Us

ইনস্টাগ্রাম বা ফেসবুকের হোম পেজ স্ক্রল করলে রোজ বিভিন্ন ধরনের ভিডিয়ো আমাদের চোখে পড়ে। সেখানে বিভিন্ন মানবিক বিষয় যেরকম থাকে সেরকমই দেশ বিদেশের বিভিন্ন ছবি ধরা পড়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে মজেছে নেটিজ়েনরা। কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি ভিডিয়ো। ইনস্টাগ্রাম স্ক্রল ইন ও স্ক্রল ডাইনের মাঝে এই ভিডিয়ো পড়লে পশুপ্রেমীরা নজর এড়িয়ে যেতে পারবেন না তা বলাই বাহুল্য। সম্প্রতি এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে।

ভিডিয়োতে একটি বাচ্চা বাঁদরকে দেখা যাচ্ছে। একটি জঙ্গলের মধ্যে বসে আছে সে। নিজের হাতের বুড়ো আঙুল চুসছে। তার সামনে এক ব্যক্তি ড্রাগন ফল ধরে আছেন। সেই ফলের দিকেই করুণ দৃষ্টিতে চেয়ে আছে সেই ছোট্ট বাঁদর। সেই ভিডিয়োতেই বাঁদরটিকে ড্রাগন ফল খাওয়াতে দেখা যাচ্ছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই ব্যক্তি একটি ড্রাগন ফল বেশ কয়েকটা টুকরোতে কাটছেন। তারপর সেই ড্রাগন ফলের একটি টুকরো তুলে ধরছেন ছোট্ট বাঁদরটির সামনে। কিন্তু বাঁদরটি প্রথমে বুঝতে পারছিল না সেই ফল দিয়ে সে করবে। তাই আগের মতো আঙুল চুসতেই থাকে।

তারপর ড্রাগন ফলে এক কামড় দিতে দেখা যায় সেই ব্যক্তিকে। তিনি সেই বাঁদরকেই খাওয়ার ভঙ্গি দেখাচ্ছিলেন বলে ধরে নেওয়া যায়। তারপর ব্যক্তিকে দেখে ড্রাগন ফল খেতে শুরু করে মিষ্টি বাঁদরটি। ব্যক্তিটি ফল নিজের হাতে ধরে ছিলেন ড্রাগন ফলের টুকরোটি। আর সারা মুখ মাখিয়ে ফল খাচ্ছেন বাঁদর বাবাজি। চারদিন আগে ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। তারপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক কমেন্ট কুড়িয়েছে এই ভিডিয়োটি। ৫.২ মিলিয়ন ভিউস হয়েছে এই ভিডিয়োটির।

আরও পড়ুন : Imran Khan : গদি বাঁচাতে পারেননি, ‘পরাধীন পাকিস্তানের’ প্রসঙ্গ তুলে প্রথম প্রতিক্রিয়া ইমরানের

আরও পড়ুন : Pak Prime Minister Election : হবু প্রধানমন্ত্রী শাহবাজ়? হার না মেনে মনোনয়ন দাখিল পিটিআই-র মেহমুদ কুরেশিরও

Next Article