French Minister: ‘মহিলাদের শরীর দেখানো নিয়ে অসুবিধা নেই, কিন্তু…’, প্লেবয় ম্যাগাজিনের মডেল হয়ে বিতর্কে মন্ত্রী
French Minister Marlene Schiappa Playboy controversy: প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়ে বিতর্কে ফরাসী মন্ত্রী মার্লিন শিপ্পা।
প্যারিস: সফট পর্ন বা হালকা চালের প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু এবং নগ্ন মহিলাদের ছবির সমাহার – প্লেবয় ম্যাগাজিন বললে যে কোনও ব্য়ক্তির মাথায় এই ভাবনাই আসে। এহেন কুখ্যাত ম্যাগাজিনেরই প্রচ্ছদে হাজির হতে চলেছেন ফরাসি সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী। সূত্রের খবর, প্লেবয়ের প্রচ্ছদে সম্পূর্ণ পোশাক পরেই থাকবেন ফরাসি সামাজিক অর্থনীতি এবং ফরাসি অ্যাসোসিয়েশনের মন্ত্রী, মার্লেন শিপ্পা। ম্যাগাজিনে মহিলাদের অধিকার এবং এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের বিষয়ে প্লেবয় ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে লিঙ্গ সমতার পক্ষে প্রচার চালান এই নারীবাদী মন্ত্রী। প্লেবয়ের ম্যাগাজিনের জন্য মডেলিং করাও তাঁর মতে নারীবাদী পদক্ষেপ। তবে, তাঁর এই সিদ্ধান্ত ফরাসী রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় তুলেছে। অনেকেই বলছেন, প্লেবয় ম্যাগাজিনের কভার মডেল হওয়াটা বড় কথা নয়। কিন্তু, গোটা দেশ যখন পেনশন বিতর্কে জ্বলছে, সেই সময় এক মন্ত্রীর এমন পদক্ষেপ করা উচিত হয়নি। উল্লেখ্য, সম্প্রতি ইমানুয়েল ম্যাক্রঁর সরকার, ফ্রান্সে অবসরের বয়স দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সরকারি পরিকল্পনার বিরুদ্ধে সেই দেশে হিংসাত্মক বিক্ষোভ চলছে। সেই বিতর্কে ঘি ঢেলেছে মার্লেন শিপ্পার এই পদক্ষেপ।
মহিলারা তাদের শরীর নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন
এই পদক্ষেপের সপক্ষে শনিবার একটি টুইট করেছেন মার্লেন শিপ্পা। তিনি লিখেছেন, “মহিলারা তাদের শরীর নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। তাদের এই অধিকার আমি সর্বত্র এবং সর্বদা রক্ষা করব। ফ্রান্সে, মহিলারা স্বাধীন। তাতে পশ্চাদপদ এবং ভন্ডরা যতই বিরক্ত হোক না কেন।” মহিলাদের অধিকার রক্ষার বার্তা দিলেও, একটি গ্ল্যামার ম্যাগাজিনের জন্য ডিজাইনার পোশাক পরা শিপ্পার ছবি, সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা পাঠাবে বলে মনে করছে ফরাসি সরকার। ফরাসি সরকারের এক সূত্র, সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নও, এই বিষয়ে ফোন করে সতর্ক করেছেন মার্লেন শিপ্পাকে।
Invité ce matin sur Europe1 le Ministre de l’intérieur @GDarmanin apporte son soutien à @MarleneSchiappa sur sa Une Une de #playboy. Il cite Cookie Dingler : « vous ne me ferez pas dire de mal de Marlène Schiappa (…) être une femme libérée, c’est pas si facile » pic.twitter.com/pz50OoQdls
— Jeanne Baron (@jeannebarontv) April 2, 2023
মহিলাদের শরীর প্রদর্শন নিয়ে সমস্যা নেই
প্রধানমন্ত্রী ফোন করে তাঁকে বলেছেন, “বিশেষ করে বর্তমান সময়ের প্রেক্ষিতে এটা মোটেই উপযুক্ত নয়।” শুধু প্রধানমন্ত্রীই নন, ফ্রান্সের বামপন্থীরাও শিপ্পার এই পদক্ষেপ ভুল বলে মনে করছেন। এমনিতে বামপন্থীরা মহিলাদের অধিকার রক্ষায় অগ্রগামী হলেও, বামেরাও শিপ্পার সময় চয়নে ভুল হয়েছে বলে মনে করছেন। ম্যাক্রঁর মধ্যপন্থী সরকারের কঠোর সমালোচক, গ্রিনস পার্টির সাংসদ তথা মহিলা নারী অধিকার কর্মী স্যান্ডরিন রুসো। মহিলা অধিকার কর্মী হয়েও তিনি শিপ্পার প্লেবয় শুটের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “ফরাসি জনগণের প্রতি শ্রদ্ধা কোথায়? যাঁদের আরও দুই বছর কাজ করতে হবে, যাঁরা বিক্ষোভ দেখাছেন, যাঁরা বেতন হারাচ্ছেন, যাঁরা মূল্যবৃদ্ধির কারণে খেতে পাচ্ছেন না, তাঁদের প্রতি শ্রদ্ধা কোথায়? মহিলারা তাঁদের দেহ যে কোনও জায়গায় উন্মোচন করতে পারেন, তাতে আমার কোনও সমস্যা নেই। তবে এই ঘটনার একটি সামাজিক প্রেক্ষাপট রয়েছে।”
মন্ত্রীর পাশে প্লেবয়
তবে, শিপ্পার পাশে দাঁড়িয়েছেন প্লেবয়ের ফরাসি সংস্করণের সম্পাদক জাঁ-ক্রিস্টোফ ফ্লোরেনটিন। সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেছেন, “প্লেবয় কোনও সফ্ট পর্ণ ম্যাগাজিন নয়। এটি একটি ৩০০ পৃষ্ঠার ত্রৈমাসিক ‘মুক’ বা বই এবং পত্রিকার মিশ্রণ। এখনও এই ম্যাগাজিনে কিছু কিছু পোশাকহীন মহিলার ছবি থাকে, তবে, এই ধরনের ছবির সংখ্যা খুবই কম। মার্লেন শিপ্পা, দীর্ঘদিন ধরেই মহিলাদের অধিকারের লড়াইয়ের সঙ্গে যুক্ত। তাই, তিনি বুঝতে পেরেছেন যে এই ম্যাগাজিন নারীবাদকে তুলে ধরার অস্ত্র হয়ে উঠতে পারে।”
বিতর্ক শিপ্পার ছায়াসঙ্গী
মার্লেন শিপ্পার জীবনে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। ২০১৮ সালে লিঙ্গসমতা মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় ক্যাটকলিং অর্থাৎ মহিলাদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করা এবং রাস্তাঘাটে মহিলাদের হয়রানিকে বেআইনি করার বিষয়ে নয়া আইন প্রবর্তন করেছিলেন। দুই সন্তানের মা শিপ্পা রাজনীতিতে আসার আগে নিয়মিত ব্লগ লিখতেন। মাতৃত্ব, মহিলার স্বাস্থ্য এবং গর্ভাবস্থার বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে লেখালেখি করতেন তিনি। ২০১০ সালে এক বইয়ে তিনি অতিরিক্ত ওজনের ব্যক্তিদের জন্য যৌনতার টিপস দিয়েছিলেন।