ইউনূসের গেম ওভার! অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না, ঘোষণা বিএনপির

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 28, 2024 | 5:28 PM

Bangladesh-BNP: বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না।"

ইউনূসের গেম ওভার! অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না, ঘোষণা বিএনপির
ইউনূস সরকারকে হুঁশিয়ারি বিএনপির।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

ঢাকা: যারা হাতে হাত মিলিয়ে হাসিনা সরকারের পতনের কলকাঠি নেড়েছিল, তাদের মধ্যেই বাড়ছে বিরোধ। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্রমেই বাড়ছে ক্ষোভ। এবার সরাসরি হুঁশিয়ারি বিএনপির। অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না, সাফ জানিয়েছিল খালেদা জিয়ার দল।

এ দিন বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না।”

শনিবার, ২৮ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি এ কথা বলেন বিএনপি নেতা। ইউনূস সরকার যে সংস্কারের কথা বলেছেন, সে প্রসঙ্গ টেনেই মির্জা ফখরুল বলেন, “সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনও ধারণা নয়। সংস্কার নিয়ে বিএনপির কোনও আপত্তি নেই। কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে, যদি নির্বাচিত সরকার থাকে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি। আর জুলাই বিপ্লবে স্বত্বঃফূর্তভাবে অংশ নিয়েছে দল। আওয়ামি লীগ যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে। গুম খুন, বিনা বিচারে হত্যা সবই আওয়ামি লীগের আমলেই হয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যসহ সবকিছুর দাম বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু সরকার এই নিয়ে কিছু করছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে, অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকারের প্রতি বিএনপির এখনও সমর্থন রয়েছে। তবে সে সমর্থন আজীবনের জন্য নয়।”

Next Article
Bangladesh: টেনে হিঁচড়ে ঢোকায় ঘরে, দরজা বন্ধ করেই শুরু পৌশাচিক অত্যাচার…বাংলাদেশে হিন্দু মহিলাকে গণধর্ষণের অভিযোগ, মুখে বিষ ঢেলে খুন!
Indian Army: আঁতকে উঠেছিল পাকিস্তান! বাংলাদেশের জন্য অভিনব কৌশল নিয়েছিল ভারতীয় সেনা