কলম্বো : বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন গোতাবায়া রাজাপক্ষে। এদিন তিনি সিঙ্গাপুরে পৌঁছেই শ্রীলঙ্কার সংসদের স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র ইমেল করেন বলে সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে। স্পিকারও নিশ্চিত করেছেন যে তিনি গোতাবায়ার পদত্যাগপত্র পেয়েছেন। তবে গতকালই তাঁর রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার কথা ছিল। তবে শেষ অবধি তা হয়নি। তবে গতকালই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। অন্যদিকে তাঁর পদত্যাগের খবর শুনেই খুশির মেজাজ দ্বীপরাষ্ট্রে। বিক্ষোভকারীরা প্রথম থেকেই রাজাপক্ষে পরিবারের সরকারের পদ থেকে ইস্তফার দাবি করে এসেছেন। অবশেষে তাঁদের দাবিতে পড়ল সিলমোহর। শ্রীলঙ্কায় এখন ফাটছে বাজি, পটকা। উদযাপনের আবহাওয়া সেখানে।
চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি গোতাবায়া। দেশ জুড়ে চরম অর্থনৈতিক সঙ্কট দেখা দেওয়ার পর থেকেই বিক্ষোভে গা ভাসিয়েছিলেন সেদেশের নাগরিকরা। প্রথম থেকেই দাবি উঠেছিল রাজাপক্ষে ভ্রাতৃদ্বয়ের পদত্যাগের। শনিবার সেই দাবিতে বিক্ষোভ চরম আকার ধারণ করে। গত শনিবার বিক্ষোভকরারীরা কলম্বোয় রাষ্ট্রপতির সরকারি বাসভবন ঘিরে ফেলে। রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে পড়ে তার দখল নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে পড়ে বাসভবন ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। বাসভবন ছেড়ে পালালেও সেদিন তিনি দেশেই ছিলেন বলে জানা যায়। সেদিনই তিনি ঘোষণা করেছিলেন যে রাষ্ট্রপতির পদ থেকে তিনি ইস্তফা দেবেন। ১৩ জুলাই ছিল সেই দিন। তবে তিনি গতকাল পদত্যাগ করেননি। উল্টে মঙ্গলবার রাতেই তিনি সস্ত্রীক দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে মলদ্বীপে উড়ে যান বলে জানা যায়। মলদ্বীপে কোনও এক গোপন ডেরায় তিনি আশ্রয় নেন। জানা যায় পদত্যাগের পর গ্রেফতার হওয়ার আশঙ্কায় আগেভাগেই তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন।
#BREAKING Sri Lankan president e-mails resignation to parliamentary speaker: official pic.twitter.com/P6eMpym2If
— AFP News Agency (@AFP) July 14, 2022
অর্থনৈতিক সঙ্কটে দেশকে ফেলে পালিয়ে গিয়েছেন রাষ্ট্রপতি। এই খবর বাইরে আসতেই দ্বীপরাষ্ট্রে বিক্ষোভ চরম আকার ধারণ করে। শ্রীলঙ্কায় জরুরি অবস্থার ঘোষণা করা হয়। রাজধানী সহ বিভিন্ন এলাকায় জারি হয় কার্ফু। এদিকে মলদ্বীপে বসবসাকারী শ্রীলঙ্কার নাগরিকরাও গোতাবায়ার বিরুদ্ধে স্লোগান তোলে। গোতা গো হোম। মলদ্বীপেও রাস্তায় বিক্ষোভ দেখান তাঁরা। এর মধ্যেই এদিন সিঙ্গাপুরে উড়ে যান গোতাবায়া রাজাপক্ষে ও তাঁর স্ত্রী। সেখানে পৌঁছেই পদত্যাগ করেন তিনি।