ময়মনসিংহ: পাঁচজনের সংসার, অভাবে পড়াশোনা ছেড়েছে বড় ছেলে। রাজমিস্ত্রীর সহযোগী হিসাবে আপাতত কাজ করছে সে। তবে বাবার ইচ্ছে ছেলে ফের পড়াশোনা শুরু করুক। তাই নিজেও বাড়ির কাছেই একটি মুদি দোকান খুলেছিলেন। কিন্তু এক মাসের বিদ্যুৎ বিল দেখেই তাঁর চোখ কপালে উঠেছে। গত বছরের নভেম্বর মাসেই তাঁর ছোট্ট মুদি দোকানের বিদ্যুৎ বিল এসেছে ৯ লাখ ২৮ হাজার ৩২৭ টাকা।
ময়মনসিংহ (Mymensingh)-র গৌরিপুরের বাসিন্দা হেলাল উদ্দিনই একা ভুক্তভোগী নন, এলাকার বহু বাসিন্দারই হাতে এসেছে এই অদ্ভুতুড়ে বিদ্যুৎ বিল। তবে এক মাসে ৯ লাখ টাকারও বেশি বিল আসায় আপাতত রেকর্ড গড়েছেন হেলাল। লাগামহীন বিদ্যুৎ বিলের প্রতিবাদে শুক্রবারই গৌরিপুর বিদ্যুৎ বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
হেলাল উদ্দিন জানিয়েছেন, অক্টোবর মাস থেকেই আকাশছোঁয়া বিদ্যুৎ বিল আসতে শুরু করে। ওই মাসে বিল এসেছিল ৮ হাজার ১১৪ টাকা, বিলে জানানো হয়েছিল ছোট ওই দেকানেই নাকি খরচ হয়েছিল ১২হাজারেরও বেশি ইউনিট। নভেম্বর মাসের বিল দেখে তো চক্ষু চরকগাছ। মিটার রিডিং এসেছিল ৯৩ হাজার ৮১৪ ইউনিট। তার নিরিখেই বিল এসেছে ৯ লাখ ২৪ হাজার ৩২৭ টাকা।
আরও পড়ুন: একাধিক দেশে বন্ধ টিকাকরণ, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিলে কি জমাট বাঁধছে রক্ত? কী বলল হু?
হেলাল বলেন, “ভিটেমাটি ও দোকান বিক্রি করে দিলেও এই বিলের অঙ্ক মেটানো সম্ভব নয়। এমনিতেই অভাবের সংসার, বড় ছেলে আর্থিক অনটনের কারণেই পড়াশেনা ছেড়েছে। ছোট দুই ছেলেমেয়ে স্থানীয় স্কুলে পড়ে। এরমধ্যে বিদ্যুৎ বিল নিয়ে প্রতিদিন নানা বিভাগে ছোটাছুটি করতে গিয়ে খুলতে পারছেন না দেকান। ফলে আরও অভাব দেখা দিয়েছে।”
গৌরিপুরের পাশের গ্রাম গোলকপুরেও একই সমস্যা। সেখানে শিরিনা আক্তার নামক অপর এক দোকানির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৭৫ হাজার টাকা। তবে এ বিষয়ে কার্যত নিরুত্তর বিদ্যুৎ বিভাগ। তাঁদের দাবি, মিটার ঠিকই রয়েছে। যা রিডিং উঠছে, তার প্রেক্ষিতেই বিল পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: কড়া বার্তা দেওয়া হবে চিনকে, প্রথমবার কোয়াড বৈঠকে মুখোমুখি মোদী-বাইডেন