ইতিহাসের পুনরাবৃত্তি! কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারালেন মার্কিন প্রেসিডেন্ট

১৯৩২ সালের পর কোনও মার্কিন প্রেসিডেন্ট পদে থাকাকালীন দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাননি। ট্রাম্প হারালেন।

ইতিহাসের পুনরাবৃত্তি! কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারালেন মার্কিন প্রেসিডেন্ট
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 6:55 PM

ওয়াশিংটন: ইতিহাসের পুনরাবৃত্তি। একটি ২০৬ বছরের অন্যটি ৮৮ বছরের। দুটি ক্ষেত্রেই নেপথ্যে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার পর ফিরে এসেছে ২০৬ বছর আগে ব্রিটিশ বাহিনীর মার্কিন ক্যাপিটলে হামলার স্মৃতি। তার সঙ্গে প্রেসিডেন্ট থাকাকালীন সেনেট ও হাউস উভয় জায়গায় সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ফিরল ১৯৩২ সালের স্মৃতি। ১৯৩২ সালের পর কোনও মার্কিন প্রেসিডেন্ট পদে থাকাকালীন দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাননি। ট্রাম্প হারালেন।

জর্জিয়ায় সেনেট নির্বাচন গতকালই একটি আসনে জয়লাভ করেছিল ডেমোক্র্যাটরা। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জিততে হত জর্জিয়ার আরও একটি আসন। আর বাইডেনকে জয়ের স্বীকৃতি দেওয়ার দিনই এল জর্জিয়া জয়ের সুখবর। যার ফলে সেনেটেও সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাট শিবির।

জর্জিয়ায় দুই ডেমোক্র্যাট প্রার্থীই ১ শতাংশের বেশি ভোটে রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করেছেন। একটি আসনে ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নোক রিপাবলিকান সেনেটর কেলি লোফ্লারকে পরাজিত করেছেন। অন্য আসনে ডেমোক্র্যাট প্রার্থী জন ওসফ রিপাবলিকান সেনেটর ডেভিড পারড়ুকে পরাজিত করেছেন।

আরও পড়ুন: ছবি: ‘নিগৃহীত গণতন্ত্র’! মার্কিন ক্যাপিটলে হানা ট্রাম্প-ভক্তদের

২০০৯ সালের পর এই প্রথম দুই কক্ষ ও হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ পাচ্ছে ডোমোক্র্যাটরা। মার্কিন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার পর সারা বিশ্ব অভিযোগের আঙুল তুলেছে। ট্রাম্পকে নিশানা করেছেন তাঁর দলের সেনেটররাও। জর্জিয়া হারের জন্যও রিপাবলিকানরা দায়ী করেছে ডোনাল্ড ট্রাম্পকে।

এক কথায় রিপাবলিকানদের অন্দরেই উঠেছে ট্রাম্প বিরোধী সুর। পরিস্থিতি এতটাই শোচনীয় যে মেয়াদ শেষের আগে ডোনাল্ড ট্রাম্পকে গদিচ্যুত করতে চাইছে তাঁরই আধিকারিকরা। এই অবস্থায় সেনেট ও হাউস ডেমোক্র্যাটদের দখলে যাওয়ার ফলে মেয়াদের আগে ট্রাম্পের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।