Sunita Williams Salary: কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? ৩০০ দিনের ওভারটাইম কত?

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 17, 2025 | 12:59 PM

Sunita Williams: এবারও গিয়েছিলেন নাসার মিশনে। তবে সেই কাজ সেরে ফেরার সময়ই বাঁধল গণ্ডগোল। খারাপ হয়ে গেল বোয়িং স্টারলাইনার্স স্পেসক্রাফ্ট। ফলে পৃথিবীতে আর ফেরা হল না।

Sunita Williams Salary: কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? ৩০০ দিনের ওভারটাইম কত?
কত বেতন পান সুনীতা উইলিয়ামস?
Image Credit source: Getty Image

Follow Us

ওয়াশিংটন: মহাকাশ থেকে এতদিন শুধু দেখেছেনই, পৃথিবীর মাটি-গন্ধ ভুলতে বসেছিলেন সুনীতা উইলিয়ামসরা। ৮ দিনের কাজে মহাকাশে গিয়ে সেখানেই আটকে পড়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারী। সঙ্গে আটকে পড়েন আরেক মহাকাশচারী, বুচ উইলমোর। দীর্ঘ ৯ মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকার পর অবশেষে তারা ফিরছেন পৃথিবীতে।

সুনীতা উইলিয়ামস- ভারতীয়দের কাছে তিনি অদ্ভুত এক আবেগ। মহিলা মহাকাশচারী হিসাবে আগেই তিনি রেকর্ড গড়েছিলেন। এবারও গিয়েছিলেন নাসার মিশনে। তবে সেই কাজ সেরে ফেরার সময়ই বাঁধল গণ্ডগোল। খারাপ হয়ে গেল বোয়িং স্টারলাইনার্স স্পেসক্রাফ্ট। ফলে পৃথিবীতে আর ফেরা হল না। প্রায় ৩০০ দিন ধরে মহাকাশেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বন্দি থাকতে হল তাদের। এতদিন যে অতিরিক্ত থাকলেন মহাকাশে, তার জন্য কি নাসা ক্ষতিপূরণ দেবে? কত টাকাই বা বেতন পান সুনীতা?

নাসার মহাকাশচারীদের বিভিন্ন শ্রেণি রয়েছে। সেই অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়। সুনীতা উইলিয়ামস ও তাঁর সফরসঙ্গী বুচ উইলমোর জিএস-১৫ স্তরে রয়েছেন। এটি সর্বোচ্চ স্তর। এই শ্রেণিতে কর্মীদের বার্ষিক বেতন সর্বোচ্চ ১ লক্ষ ৬২ হাজার ৬৭২ ডলার পর্যন্ত হতে পারে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা দাঁড়ায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।

তবে ৮ দিনের বদলে যে ৩০০ দিন থাকতে হল, তার জন্য কোনও ওভারটাইম বেতন পান না। কোনও কারণে অভিযান দীর্ঘায়িত হলে প্রতিদিন মাত্র ৪ ডলার করে দেওয়া হয় মহাকাশচারীদের। সেই হিসাবে ১১৪৮ ডলারের কাছাকাছি পেতে পারেন সুনীতা ও বুচ।