Indian High Commission: লন্ডনে হাই কমিশনে ফের উড়ল তিরঙ্গা, ভাঙচুর ও পতাকা নামানোর ঘটনায় গ্রেফতার খালিস্তানপন্থী
Indian High Commission Vandalism: ভারতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনারের তরফেও এই ঘটনার নিন্দা করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার বিষয়টি ব্রিটিশ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লন্ডন: লন্ডনে ভারতীয় হাই কমিশন (Indian High Commission) থেকে খালিস্তানপন্থীদের জাতীয় পতাকা (Indian National Flag) নামিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ভারতের। রবিবার ব্রিটেনের লন্ডনে ভারতীয় হাই কমিশনের যে দফতর রয়েছে, সেখানে চড়াও হয় খালিস্তান সমর্থকরা (Pro-Khalistan Supporters)। পাথর ছু়ঁড়ে তারা জানালার কাঁচ ভেঙে দেয়, নামিয়ে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা। এই ঘটনায় রবিবারই লন্ডন পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। অন্যদিকে, খালিস্তানপন্থীদের কড়া জবাব দিতে আজ হাই কমিশনে ফের ভারতীয় পতাকা উত্তোলন করা হয়।
রবিবার দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ লন্ডনের ওয়েস্টমিনিস্টারের ইন্ডিয়ান হাই কমিশনার থেকে মেট্রোপলিটন পুলিশে ফোন করা হয়। অভিযোগ করা হয়, কিছু খালিস্তানি সমর্থকরা জমায়েত হয়েছে, তারা বিক্ষোভ দেখিয়ে পাথর ছুড়ছে এবং ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে, দুইজন নিরাপত্তারক্ষী সামান্য আহত হন। এর কিছুক্ষণ পরই ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেওয়া হয়। নীচে খালিস্তানের পতাকা দেখান সমর্থকরা।
“Jhanda Ooncha Rahe Hamara”- UK Govt must act against those miscreants who attempted to disrespect Indian Flag at High Commission,London.Punjab & Punjabis have a glorious track record of serving/protecting the Nation.Handful of jumping jacks sitting in UK do not represent Punjab. pic.twitter.com/TJrNAZcdmf
— Jaiveer Shergill (@JaiveerShergill) March 20, 2023
এই ঘটনার পরই ভারতের তরফে তীব্র নিন্দা করা হয়। ভারতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনারের তরফেও এই ঘটনার নিন্দা করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার বিষয়টি ব্রিটিশ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভাঙচুরের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলেও উল্লেখ করা হয়। জানা গিয়েছে, ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ করে ব্রিটিশ কূটনৈতিককে তলব করা হয়েছে। অন্যদিকে, মেট্রোপলিটন পুলিশের তরফেও জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
ভারতের পতাকা নামানোর কড়া জবাব দিয়ে আজ লন্ডনের ভারতীয় হাই কমিশনে বিশাল লম্বা একটি জাতীয় পতাকা লাগানো হয়।