ইসলামাবাদ: কাপ্তানের ইশারায় ঘুরে গেল খেলা! ইমরান খানের দলকে আটকাতে তড়িঘড়ি পাক প্রধানমন্ত্রী হিসাবে শেহবাজ শরিফের নাম ঘোষণা করেছিল PML-N। এবার জেলে বসেই পাল্টা চাল দিলেন কাপ্তান! ইমরান খানের দল পিটিআই-এর তরফে প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হল। বৃহস্পতিবারই শেহবাজ শরিফের পাল্টা ওমর আয়ুবের নাম ঘোষণা করল পিটিআই। যার প্রেক্ষিতে নতুন মোড় নিতে চলেছে পাক রাজনীতি।
৫৪ বছর বয়সি উমর আয়ুব খান প্রথমে PML-N-এর সদস্য ছিলেন। ২০১৩ সালের জাতীয় নির্বাচনে PML-N-এর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাও করেন তিনি। কিন্তু, পরাজিত হন। এরপর ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে পিটিআই-এ যোগদান করেন তিনি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আয়ুব। এবার তাঁকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মনোনীত করল পিটিআই। ইমরান খান স্বয়ং প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে উমর আয়ুব খানকে মনোনীত করেছেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতা গোহর খান।
প্রসঙ্গত, ইমরান খান-সমর্থিত নির্দল প্রার্থীরা ১০১টি আসন পেয়েছে। অন্যদিরকে, নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৫টি ও বিলাওয়াল ভুট্টোর দল, পিপিপি ৫৪টি আসন পেয়েছে। বাকি আসন পেয়েছে অন্য দলগুলি। পিএমএল-এন ও পিপিপি একজোট হয়ে অন্য দলের সমর্থনে সরকার গড়ার প্রস্তাব দেয়। ইমরানের দলকে আটকাতে গত মঙ্গলবার জোটের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের নামও ঘোষণা করে। কিন্তু, খেলা যে এভাবে শেষ হতে দেবেন না, তা জেলে বসেই বুঝিয়ে দিলেন কাপ্তান। প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে ম্যাজিক ফিগার থাকার দাবি জানিয়ে প্রেসিডেন্টের কাছে সরকার গঠনেরও দাবি জানিয়েছে ইমরানের দল। কয়েকটি ছোট দলেরও সমর্থন তারা পেতে পারে বলে সূত্রের খবর।