Imran Khan Arrest: যুদ্ধক্ষেত্র ইসলামাবাদ-লাহোর, ইমরানের বাড়ি ঘিরে ফেলল পুলিশ
Imran Khan Arrest: মঙ্গলবার পুলিশ এবং পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল লাহোর।
লাহোর: কাঁদানে গ্যাসের শেল, জলকামান, সাঁজোয়া গাড়ি – সব মিলিয়ে মঙ্গলবার পুলিশ এবং পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল লাহোর। এদিন তোষাখানা মামলায় ফের একবার ইমরান খানকে গ্রেফতার করতে ইসলামাবাদ থেকে লাহোরে পৌঁছেছে পাক পুলিশের একটি দল। অন্যদিকে, ইমরান খানের গ্রেফতারি এড়াতে তাঁর বাসভবনের বাইরে তাঁর সমর্থকরা বিপুল পরিমাণে ভিড় জমায়। পাক সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থকরা। উল্টো দিকে জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে, একটি সাঁজোয়া গাড়ির আড়ালে থেকে ইমরান খানের জামান পার্কের বাসভবনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুলিশ।
BREAKING: Lahore police fire tear gas inside Imran Khan’s Zaman park residence#DialoguePakistan #BreakingNews #Lahore #ZamanPark #tears #imrankhanPTI pic.twitter.com/Mb6Ug1TTtJ
— Dialogue Pakistan (@DialoguePak) March 14, 2023
সংবাদ সংস্থা রয়টার্সকে বর্তমান পাক সরকারের মুখপাত্র সৈয়দ শাহজাদ নাদিম বলেছেন, “শুধুমাত্র আদালতের আদেশ পালন করতেই ইমরান খানকে গ্রেফতার করতে গিয়েছে পুলিশ। কিন্তু, মি. খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের কর্মীরা হিংসাত্মক হামলা শুরু করেছেন। এর ফলে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ইমরান খান যদি আদালতে তাঁর উপস্থিতি নিশ্চিত করেন তবে ভাল। অন্যথায় আইন আইনের পথে চলবে। ” তিনি আরও জানিয়েছেন, পিটিআই কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে। এর জবাবে পুলিশ তাদের দিকে জল-কামান নিক্ষেপ করে এবং কিছু ক্ষেত্রে লাঠিচার্জ করে। এমনকি, ইমরান খানের বাড়িতেও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা গিয়েছে। ঘটনার ভিডিয়োতে ইমরান সমর্থকদের পুলিশের বিরুদ্ধে গুলতি ব্যবহার করতেও দেখা গিয়েছে। তারা লাঠিসোটা নিয়েও পুলিশের উপর হামলা চালিয়েছে।
BREAKING ?? : Former #Pakistan Prime Minister Imran Khan’s Message To His Supporters: “My message to our nation is to stand up with all courage and determination and stand firm in the field of action for true freedom and rule of law” – Imran Khan pic.twitter.com/CNu0iCkVbt
— Zaid Ahmd (@realzaidzayn) March 14, 2023
গত বছরের অক্টোবরে, বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনিভাবে বিক্রি করার জন্য দোষী সাব্যস্ত করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। দুর্নীতিবিরোধী আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দাখিল করে পাক ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি। আদালত ইমরান খানকে বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা দেননি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তারপরই গত সপ্তাহে, আদালত ইমরানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিন, তাঁর বাড়িতে পাক পুলিশের অভিযান চলাকালীনই এক গোপন আস্তানা থেকে তাঁর সমর্থকদের প্রতি এক ভিডিয়ো বার্তা দিয়েছেন ইমরান খান। তিনি বলেন, “দেশের প্রতি আমার বার্তা, সত্যিকারের স্বাধীনতা পেতে এবং আইনের শাসন স্থাপনের জন্য সমস্ত সাহস ও সংকল্প নিয়ে দৃঢ়ভাবে রুখে দাঁড়ান।”