Gaza: বাগদান করে গাজায় গিয়েছিলেন, আর ফেরা হল না ভারতীয় বংশোদ্ভূত সেনার

Indian-Origin Soldier dead: বাগদান করেছিলেন। কিন্তু, আর বিয়ে করা হল না। হামাস বাহিনীর সঙ্গে যুদ্ধে শহিদ হলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত জওয়ান। গিল ড্যানিয়েলস (৩৪) নামে কর্মরত ওই যুবক ইজরায়েলের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। চলতি সপ্তাহেই হামাসের হানায় মৃত্যু হয় তাঁর।

Gaza: বাগদান করে গাজায় গিয়েছিলেন, আর ফেরা হল না ভারতীয় বংশোদ্ভূত সেনার
হামাসের সঙ্গে যুদ্ধে নিহত ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনা গিল ড্যানিয়েলস।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 8:32 PM

গাজা: বাগদান করেছিলেন। কিন্তু, আর বিয়ে করা হল না। হামাস বাহিনীর সঙ্গে যুদ্ধে শহিদ হলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত জওয়ান। গিল ড্যানিয়েলস (৩৪) নামে কর্মরত ওই যুবক ইজরায়েলের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। চলতি সপ্তাহেই হামাসের হানায় মৃত্যু হয় তাঁর। ইজরায়েল সেনাবাহিনীর তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। এই নিয়ে ভারতীয় বংশোদ্ভূত ৪ ইজরায়েলি সেনার মৃত্যু হল।

ইজরায়েল সেনা সূত্রে খবর, আদতে মহারাষ্ট্রের বাসিন্দা গিল ড্যানিয়েলস জন্ম থেকেই ইজরায়েলের বাসিন্দা। ইজরায়েল সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন তিনি। হামাস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে প্রথম থেকেই তিনি গাজায় যুদ্ধক্ষেত্রে ছিলেন। গত মঙ্গলবার হামাস বাহিনীর হামলায় ৩ ইজরায়েলি সেনার মৃত্যু হয়। তাঁদেরই একজন হলেন গিল। বুধবার তাঁর শেষকৃত্য হয়েছে।

জানা গিয়েছে, গিলের পূর্বপুরুষেরা মহারাষ্ট্র থেকে ইজরায়েলে পাড়ি দেন। গিলের জন্ম হয় ইজরায়েলে। তারপর মাকিফ গিমেল স্কুলে পড়াশোনা শেষ করে হিব্রু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। ফার্মাসিতে স্নাতকোত্তর করেছিলেন। যুদ্ধ শুরু হওয়ার আগে বাগদান করেন গিল। কিন্তু, আর যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা হল না তাঁর। গাজার রণক্ষেত্রেই মৃত্যু হল। গিলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সহপাঠীরা। গিলের এক অসাধারণ ব্যক্তিত্ব ছিল বলে উল্লেখ করেছেন তাঁর বন্ধু তিরজা লাভি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ভোররাতে অতর্কিতে ইজরায়েলের উপর রকেট হামলা চালায় হামাস বাহিনী। বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়। তারপর ইজরায়েলও পাল্টা হামলা চালায়। দু-মাস সম্পূর্ণ। এখনও ইজরায়েল ও হামাস বাহিনীর যুদ্ধ অব্যাহত। মাঝে কয়েকদিন সংঘর্ষ বিরতি হলেও ফের চালু হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে এখনও পর্যন্ত ৮৬ জন ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে বলে সে দেশের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।