Bizarre Restaurant Bill: একা একা রেস্তরাঁয় খেতে গিয়েও ৫০ লাখ টাকার ‘মহাজাগতিক’ বিল! কী খাবার অর্ডার হয়েছিল?
Chinese Restaurant: মহিলা রেস্তরাঁয় গিয়ে অভ্যেস বশত নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছিলেন। সেই সময় টেবিলে থাকা কিউআর কোডটিও ছবিতে চলে আসে এবং তা অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপরই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর শেয়ার করা ছবি থেকে কিউআর কোড স্ক্যান করে খাবার অর্ডার করতে থাকেন।
বেজিং: রেস্তরাঁয় খেতে গিয়ে ৫০ লাখ টাকার বিল! তাও আবার একাই গিয়েছিলেন খেতে। ভাবুন কাণ্ড। এমনই এক বিল ধরানো হয়েছিল এক চিনা মহিলাকে। বিল দেখে তো একেবারে চক্ষু চড়কগাছ মহিলার। ভাবছেন ‘মহাজাগতিক’ বিলের রহস্য কী? ভাবছেন কী এমন খাবার অর্ডার হয়েছিল? নাহ, বেশি কিছু অর্ডার করেননি। সাধারণ মানুষ রেস্তরাঁয় গিয়ে যেমন অর্ডার করে, তিনিও তেমনই করেছিলেন। কিন্তু তিনি অর্ডার করেননি, এমন খাবারের জন্যও বিল ধরানো হয়েছিল ওয়াং নামে ওই মহিলাকে। সব মিলিয়ে মোট ৬০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৫০ লাখ টাকারও বেশি।
অন্যদের অর্ডার করা খাবার কীভাবে ওই মহিলার বিলে ঢুকে গেল? বিষয়টা হল, ওই চিনা রেস্তরাঁয় খাবার অর্ডার করতে হয় অনলাইনে। প্রতিটি টেবিলে কিউআর কোড রাখা থাকে। মোবাইলে সেই কিউআর কোড স্ক্যান করে খাবার অর্ডার করতে হয়। এবার ব্যাপারটা হল, মহিলা রেস্তরাঁয় গিয়ে অভ্যেস বশত নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছিলেন। সেই সময় টেবিলে থাকা কিউআর কোডটিও ছবিতে চলে আসে এবং তা অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপরই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর শেয়ার করা ছবি থেকে কিউআর কোড স্ক্যান করে খাবার অর্ডার করতে থাকেন। আর এদিকে পাল্লা দিয়ে বাড়তে থাকে মহিলার নামে বিলের বহর।
ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে সেই ছবি ডিলিট করে দেন ওয়াং। কিন্তু তাতেই শান্তি নেই! ততক্ষণে অনেকেই সেই কিআর কোড-সহ ছবি ডাউনলোড করে ফেলেছিলেন। ফলে অর্ডার এসেই যাচ্ছিল তাঁর নামে। একটা সময়ে সেটি ভারতীয় মুদ্রায় ৫০ লাখ টাকা পেরিয়ে যায়।
কী করবেন বুঝতে না পেরে মহিলা গোটা বিষয়টি রেস্তরাঁ কর্তৃপক্ষকে জানায়। কিন্তু ওই অর্ডারগুলি ক্যানসেল করার কোনও উপায় রেস্তরাঁর কাছেও ছিল না। রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়ে দেয়, অর্ডার ক্যানসেল করার কোনও অপশন তাঁদের হাতে নেই। তবে মহিলার পরিস্থিতির কথা বুঝতে পরে সেই বিল মকুব করে দেয় রেস্তরাঁ কর্তৃপক্ষ এবং তাঁকে অন্য একটি টেবিলে নিয়ে গিয়ে বসায়।