Israel-Hamas Conflict: ডেডলাইন পেরতেই ইজরায়েলে নতুন করে রকেট হামলা হামাসের, নাগাড়ে কানে আসছে সাইরেনের আওয়াজ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 10, 2023 | 9:58 PM

Israel-Hamas Conflict: ইজরায়েলের স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু সময় পরেই এই হামলা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। হামাস গোষ্ঠী এর আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, বিকেল ৫টার মধ্যে শহর খালি করে দেওয়ার জন্য। আর ঘড়ির কাঁটা বিকেল ৫টা পার করতে না করতেই এই রকেট বর্ষণ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

Israel-Hamas Conflict: ডেডলাইন পেরতেই ইজরায়েলে নতুন করে রকেট হামলা হামাসের, নাগাড়ে কানে আসছে সাইরেনের আওয়াজ
নতুন করে রকেট বর্ষণ ইজরায়েলে
Image Credit source: AFP

Follow Us

ইজরায়েল: প্যালেস্টাইনের হামাস গোষ্ঠীর একের পর এক বোমা বর্ষণে বিধ্বস্ত ইজরায়েল। মঙ্গলবার ফের নতুন করে হামলা শুরু হয়েছে ইজরায়েলে। ইজরায়েলের আশকেলন শহরে হামাস নতুন করে রকেট হামলা শুরু হয়েছে বলে অভিযোগ তুলছে ইজরায়েল। ইজরায়েলের স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু সময় পরেই এই হামলা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। হামাস গোষ্ঠী এর আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, বিকেল ৫টার মধ্যে শহর খালি করে দেওয়ার জন্য। আর ঘড়ির কাঁটা বিকেল ৫টা পার করতে না করতেই এই রকেট বর্ষণ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘন ঘন বেজে উঠছে সাইরেনের আওয়াজ।

ইজরায়েলের বায়ু সেনা থেকে দাবি করা হচ্ছে, লেবাননের দিক থেকে ১৫টি রকেট বর্ষণ করা হয়েছে। তার মধ্যে চারটি রকেট হামলা ইজরায়েল আটকাতে পেরেছে। ইজরায়েলের আশকেলন শহরের যে ভিডিয়োগুলি প্রকাশ্যে আসতে শুরু করেছে, তাতে দেখা যাচ্ছে দক্ষিণ ইজরায়েলের ওই শহরে একের পর এক রকেট বর্ষণ শুরু হয়েছে। গোটা আশকেলন শহরজুড়ে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। শহরবাসীরা আতঙ্কিত হয়ে যে যেভাবে পারছেন নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করছেন। রকেট হামলার থেকে বাঁচতে কেউ কেউ ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিমানবন্দরের ভিতরে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন।

ভয়ে সিঁটিয়ে রয়েছেন সেখানকার সাধারণ মানুষজন। অনেকেই বিমানে চেপে এই হত্য়াপুরী থেকে পালানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, হামাস গোষ্ঠীর সশস্ত্র বাহিনী আগেই আশকেলন শহরের বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে রেখেছিল। বিকেল ৫টার মধ্যে এলাকা খালি করে দিতে বলেছিল। বলেছিল, এলাকা ছেড়ে পালাতে, নাহলে মৃত্যুর জন্য তৈরি থাকতে। আর এবার স্থানীয় সময় বিকেল পাঁচটা পেরোতেই নতুন করে রকেট বর্ষণ শুরু করে দিয়েছে হামাস গোষ্ঠী।

Next Article