ভেঙে খান খান হয়ে গিয়েছে ইজরায়েলের বিশ্বের সেরা ত্রিস্তরীয় দুর্ভেদ্য সুরক্ষা বলয়। ব্যর্থ হয়েছে আয়রন ডোম! ভেঙে পড়ে নজরদারি ব্যবস্থা। খেসারত হিসাবে গেল হাজার হাজার মানুষের প্রাণ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এই হামলার ছক কষছিল হামাস জঙ্গি গোষ্ঠী। সাম্প্রতিক অতীতে, হামাস আয়রন ডোমের ক্ষমতা মাপতে বেশি সংখ্যায় রকেট ছুঁড়তে শুরু করেছিল।
২০১২ সালে হামাস একসঙ্গে ৪০০ রকেট দিয়ে হামলা চালায়। যার মধ্যে পঁচাশি শতাংশই ধ্বংস করে দেয় আয়রন ডোম। ২০১৪ সালে একসঙ্গে ৮০০ রকেট হামলা চালায় হামাস। যার নব্বই শতাংশই আটকে দিতে সক্ষম হয় আয়রন ডোম। দুবছর আগে ২০২১ সালে হামাসের ছোঁড়া ১০০০টি রকেটের নব্বই শতাংশও আটকে দিতে পারে আয়রন ডোম।
ওয়াকিবহাল মহলের ধারণা, একের এক হামলা চালিয়ে আয়রন ডোমের ক্ষমতা কতটা তা টের পায় হামাস। যদিও ইজরায়েলও তাদের আয়রনডোমকে লাগাতার আপগ্রেড করে চলছিল। কিন্তু, ইজরায়েল বুঝতে পারেনি যে এবার হামাস একসঙ্গে এত বেশি সংখ্যায় রকেট হামলা করবে। যার জেরে আয়রন ডোম ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। ফলে হামাসের পরিকল্পনা মতোই গত ৫০ বছরে সবচেয়ে বড় হামলায় কেঁপে ওঠে ইজরায়েল। অসমর্থিত সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার পেরিয়ে গিয়েছে। আহত হাজার হাজার মানুষ। তবে ইতিমধ্যেই হামাসকে ঠেকাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে ইজরায়েলি সেনা।