Israel-Hamas War: হামলার কথা অস্বীকার, আল শিফা থেকে নবজাতকদের স্থানান্তরিত করতে রাজি ইজরায়েল

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 12, 2023 | 9:36 AM

Evacuation from Al Shifa Hospital: ইজরায়েলের তরফে শনিবার দাবি করা হয়, গাজা স্ট্রিপে আল শিফা হাসপাতালের কাছে হামাসের সঙ্গে সংঘর্ষ হলেও, হাসপাতালে তারা হামলা চালায়নি। ইজরায়েলের মিলিটারি মুখপাত্র ড্যানিয়েল হাগ্যারি বলেন, "ভুয়ো খবর ছড়াচ্ছে। দাবি করা হচ্ছে, আমরা নাকি আল শিফা হাসপাতাল ঘিরে ফেলেছি এবং সেখানে হামলা চালাচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য।" 

Israel-Hamas War: হামলার কথা অস্বীকার, আল শিফা থেকে নবজাতকদের স্থানান্তরিত করতে রাজি ইজরায়েল
আল শিফা হাসপাতালের অবস্থা।
Image Credit source: AFP

Follow Us

গাজা: ইজরায়েল-হামাসের যুদ্ধের জেরে সঙ্গীন হচ্ছে সাধারণ নাগরিকদের জীবন। বিশেষ করে গাজাকেই ইজরায়েল হামলার প্রধান নিশানা বানানোয়, লাগাতার গোলা-গুলি বর্ষণে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শয়ে শয়ে মানুষ। এরইমাঝে উদ্বেগজনক রিপোর্ট সামনে এসেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। হু-র দাবি, গাজায় প্রতি ১০ মিনিটে একটি শিশুর মৃত্যু হচ্ছে। যুদ্ধের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার সবথেকে বড় হাসপাতাল আল-শিফা। সেখানে জ্বালানি ও ওষুধ ফুরিয়ে যাওয়ায় বিপর্যয় নেমে এসেছে। সেই হাসপাতালের কাছেই আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে ইজরায়েল ও হামাসের মধ্যে।  যদিও ইজরায়েলের তরফে জানানো হয়েছে, আল শিফা হাসপাতাল থেকে তাঁরা শিশুদের সরিয়ে নিতে রাজি।

ইজরায়েলের তরফে শনিবার দাবি করা হয়, গাজা স্ট্রিপে আল শিফা হাসপাতালের কাছে হামাসের সঙ্গে সংঘর্ষ হলেও, হাসপাতালে তারা হামলা চালায়নি। ইজরায়েলের মিলিটারি মুখপাত্র ড্যানিয়েল হাগ্যারি বলেন, “ভুয়ো খবর ছড়াচ্ছে। দাবি করা হচ্ছে, আমরা নাকি আল শিফা হাসপাতাল ঘিরে ফেলেছি এবং সেখানে হামলা চালাচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য।”

ইজরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়, তারা আল শিফা হাসপাতাল থেকে শিশুদের স্থানান্তরিত করতে প্রস্তুত। হাসপাতালে উদ্ধারকাজ শুরু হলে, আইডিএফ তাতে সাহায্য করবে। অন্যদিকে, প্যালেস্তাইনের তরফে দাবি করা হয়েছে, আল শিফা হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে। আরও অনেক শিশু মৃত্যুর মুখে।

Next Article