Israel-Palestine War: ‘প্রোটোকল অনুসরণ করুন’, ইজরায়েলে যুদ্ধ শুরু হতেই সতর্কতা জারি ভারতীয় দূতাবাসের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 07, 2023 | 5:31 PM

Indian Advisory: ইজরায়েল-প্যালেস্তাইনের মধ্য যুদ্ধ শুরু হতেই ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে বলা হয়, "ইজরায়েলের বর্তমান পরিস্থিতির উপরে নজর রেখে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মতো সুরক্ষাবিধি অনুসরণ করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।"

Israel-Palestine War: প্রোটোকল অনুসরণ করুন, ইজরায়েলে যুদ্ধ শুরু হতেই সতর্কতা জারি ভারতীয় দূতাবাসের
প্রাণ বাঁচাতে ছুট ইজরায়েলের নাগরিকদের।
Image Credit source: AFP

Follow Us

নয়া দিল্লি: ইজরায়েলে (Israel) শুরু হয়েছে যুদ্ধ (War)। হামলা চালাচ্ছে হামাস বাহিনী (Hamas)। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করল ভারতীয় দূতাবাস (Indian Embassy)। ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে বলা হল। শনিবারই প্যালেস্তাইনের হামাস বাহিনী গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের উপরে হামলা শুরু করে। এরপরই ইজরায়েল সরকারের তরফে যুদ্ধ পরিস্থিতির ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে ও সমস্ত সুরক্ষা প্রোটোকল মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।   

এ দিন ইজরায়েল-প্যালেস্তাইনের মধ্য যুদ্ধ শুরু হতেই ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “ইজরায়েলের বর্তমান পরিস্থিতির উপরে নজর রেখে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মতো সুরক্ষাবিধি অনুসরণ করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। দয়া করে সতর্ক থাকুন, বিনা প্রয়োজনে যাতায়াত এড়িয়ে চলুন এবং শেল্টারগুলির কাছাকাছি থাকুন।

যদি কোনও জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়, তবে ভারতীয় নাগরিকদের দূতাবাসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

শনিবার সকালেই ইজরায়েলে হামলা শুরু করে প্যালেস্তাইনের হামাস বাহিনী। গাজা স্ট্রিপ থেকে মাত্র ২০ মিনিটেই ৫০০০ রকেট ছোড়া হয় দক্ষিণ ইজরায়েল লক্ষ্য করে। সীমান্ত টপকে ও আকাশপথে প্যারাগ্লাইডারের মাধ্যমে ইজরায়েলে অনুপ্রবেশ করছে হামাস বাহিনী। দক্ষিণ ইজরায়েলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও অবধি ২২ জন ইজরায়েলের নাগরিকের মৃত্যু হয়েছে সংঘর্ষে। আহত কমপক্ষে ৫০০। ইজরায়েল সেনার তরফে এই অভিযানের নাম দেওয়া হয়েছে “অপারেশন আয়রন সোর্ডস”।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভিডিয়োবার্তায় বলেন, “আমরা যুদ্ধের মধ্যে রয়েছি এবং আমরা জয়ী হব। আমাদের শত্রুদের এমন মূল্য চোকাতে হবে, যা তারা জানেও না। ”

Next Article