টোকিয়ো: ভরা সভায় গুলিবিদ্ধ হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। শুক্রবার পশ্চিম জাপানে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে। সেই সময়ই আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মঞ্চেই লুটিয়ে পড়েন শিনজ়ো। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি গুলিতে আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল। পরে জাপান সরকারের তরফে জানানো হয় যে, শিনজ়ো আবের মৃত্যু হয়েছে। কিন্তু জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন শিনজ়ো আবে। তাঁর মৃত্যু হয়নি।
জাপানের সংবাদসংস্থা এনএইচকে-র তরফে জানানো হয়েছে, এদিন সকালে জাপানের নারা শহরে একটি জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিনজ়ো আবে। তিনি মঞ্চে বক্তব্য় রাখতে উঠলেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর বুকে গুলি লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন বলেই জানা গিয়েছে।
Video of the scene where Former Japanese PM Shinzo Abe was shot. Paramedics actively working on Abe and reportedly the suspect being carried out. pic.twitter.com/9DYrmCoxBX
— Global: MilitaryInfo (@Global_Mil_Info) July 8, 2022
打たれた瞬間
この隙間狙うってなにもの
でも背後がら空き
安倍さん。私後輩なんです。
#安倍晋三
#心肺停止 pic.twitter.com/CQ3mL0zx9f— patch (@adgjmptww2020) July 8, 2022
অপর একটি সূত্রের খবর, গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হৃদরোগেও আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপর প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীর নিস্তেজ হয়ে যায় বলে জানা গিয়েছে। এনএইচকে সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এক দমকলকর্মী জানিয়েছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্ডিও-রেসপিরাটরি অ্যাটাক হয়েছে। জীবিত থাকার সম্ভাবনা খুব ক্ষীণ। যদিও চিকিৎসকদের তরফে এখনও কোনও তথ্য় জানানো হয়নি।
পরপর দুটি গুলির শব্দ শোনা গিয়েছিল বলে জানা গিয়েছে। পিছন থেকে গুলি চালানো হয়েছে। রক্তাক্ত অবস্থায় শিনজ়ো আবেকে অ্যাম্বুলেন্সে তুলতেও দেখা যায়। ইতিমধ্যেই সন্দেহের বশে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বছর ৪০-র ওই ব্যক্তি কী কারণে গুলি চালিয়েছেন, তা এখনও জানা যায়নি। সকাল সাড়ে ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে।