AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Thailand-Cambodia Clash: আকাশ জুড়ে রকেট-ফাইটার জেট, এবার যুদ্ধ লাগল থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে!

Thailand-Cambodia Clash: বৃহস্পতিবার থেকে দু'দেশের সেনাই একে অপরের বিরুদ্ধে গুলি চালাচ্ছে। কম্বোডিয়া সেনার গুলিতে দুজন থাই নাগরিক নিহত, তিনজন আহত হয়েছে বলে খবর। পাল্টা কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড-ই আগে গুলি চালিয়েছে।

Thailand-Cambodia Clash: আকাশ জুড়ে রকেট-ফাইটার জেট, এবার যুদ্ধ লাগল থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে!
থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ শুরু।Image Credit: X
| Edited By: | Updated on: Jul 24, 2025 | 2:20 PM
Share

ব্যাঙ্কক: আর কত যুদ্ধ হবে? এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশেও যুদ্ধের মেঘ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত চরমে।  কম্বোডিয়ার বিরুদ্ধে বিমানহানা শুরু করেছে থাইল্যান্ড, দাবি সেনার। আবার কম্বোডিয়ার ছোড়া রকেটে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেই খবর। ইতিমধ্যেই দুই দেশের সীমান্ত থেকে বাসিন্দাদের সরানো শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরেই সীমান্ত বিবাদ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সেই বিবাদ এখন কার্যত যুদ্ধের রূপ নিচ্ছে রাতারাতি। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের মধ্য়ে যে এলাকা রয়েছে, তা এমারেন্ড ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এখানে একাধিক  প্রাচীন মন্দির রয়েছে। এই এলাকা আসলে কার, তা নিয়ে বহু দশক ধরেই দ্বন্দ্ব পড়শি দেশগুলির মধ্যে। ১৫ বছর আগে সামরিক সংঘাত হয়েছিল কম্বোডিয়া-থাইল্য়ান্ডের মধ্যে। গত মে মাসেও দুই দেশের সেনা ফের সংঘাতে জড়ায়। এক কম্বোডিয়ান সেনার মৃত্যু হয়েছিল এই সংঘাতে।

আজ নতুন করে সংঘাত শুরু হতেই, সীমান্তে ৬টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে থাইল্যান্ড। একটি বিমান কম্বোডিয়াতে হামলা করে সেনাঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান মানেত-ও স্বীকার করে নিয়েছেন হামলার কথা।

বৃহস্পতিবার থেকে দু’দেশের সেনাই একে অপরের বিরুদ্ধে গুলি চালাচ্ছে। কম্বোডিয়া সেনার গুলিতে দুজন থাই নাগরিক নিহত, তিনজন আহত হয়েছে বলে খবর। পাল্টা কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড-ই আগে গুলি চালিয়েছে। দুই দেশই সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের বাঙ্কারে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ব্যাঙ্কক থেকে দূতাবাস কর্মীদেরও সরিয়ে ফেলেছে কম্বোডিয়া। পাল্টা কম্বোডিয়া বহিষ্কার করেছে থাইল্যান্ডের প্রতিনিধিদের। থাইল্যান্ডের অভিযোগ, ‘ওটাওয়া চুক্তি’ লঙ্ঘন করেছে কম্বোডিয়া। সীমান্তে লাগাতার আগ্রাসনের অভিযোগ কম্বোডিয়ার বিরুদ্ধে।

সংঘাত আবহে থাইল্যান্ড তাদের দেশে কম্বোডিয়ার পর্যটকদের ঢোকা নিষিদ্ধ করেছে। কম্বোডিয়া-ও পাল্টা থাই পর্যটক, জিনিসপত্র সে দেশে ঢোকা নিষিদ্ধ করেছে। দুই দেশের সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সেনা।

যুদ্ধ পরিস্থিতিতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকের ডাক দিতে বলেছেন।থাইল্যান্ডের বিরুদ্ধে বিনা প্ররোচনায় হামলার অভিযোগ। পাল্টা থাইল্যান্ড ‘অমানবিক, যুদ্ধপ্রিয়’ বলে তোপ দেগেছে কম্বোডিয়াকে। কম্বোডিয়ার আগ্রাসনের নিন্দা করতে আন্তর্জাতিক মহলকে অনুরোধ থাই সরকারের।