কৃষক আন্দোলনে কানাডার সমর্থন থাকবেই! সমন তোয়াক্কা না করে অনড় ট্রুডো

সুমন মহাপাত্র | Edited By: ঋদ্ধীশ দত্ত

Dec 05, 2020 | 11:10 PM

ফের কৃষকদের সমর্থনে সোচ্চার হয়ে জানালেন, শান্তিপূর্ণ প্রতিবাদে কানাডার সমর্থন থাকবেই। ট্রুডোর এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

কৃষক আন্দোলনে কানাডার সমর্থন থাকবেই! সমন তোয়াক্কা না করে অনড় ট্রুডো
ছবি-টুইটার

Follow Us

নয়া দিল্লি: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) বুঝিয়ে দিলেন সমন পাঠিয়ে তাঁকে টলানো যাবে না। কৃষক আন্দোলনে সমর্থন জুগিয়ে তিনি জানিয়ে ছিলেন, সারা বিশ্বে যেখানেই শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানেই কানাডার সমর্থন থাকবে। তারপর কানাডার হাই কমিশনারকে সমন পাঠিয়ে ছিল ভারতের বিদেশমন্ত্রক। মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন, “ভাল করে না জেনে এই মন্তব্য করা থেকে কানাডার নেতৃত্বের বিরত থাকা উচিত।”

তারপর কার্যত পাল্টা দিলেন জাস্টিন ট্রুডো। ফের কৃষকদের সমর্থনে সোচ্চার হয়ে জানালেন, শান্তিপূর্ণ প্রতিবাদে কানাডার সমর্থন থাকবেই। ট্রুডোর এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। কিন্তু ট্রুডোর সমর্থনের জেরে গোটা ভারত কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। একপক্ষ বলছে ট্রুডোর সমর্থন যুক্তিযুক্ত। অন্য পক্ষের প্রশ্ন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কেন নাক গলাবেন কানাডার প্রধানমন্ত্রী?

কৃষক আন্দোলন যাঁরা করছেন তাঁদের মধ্যে বেশিরভাগই শিখ সম্প্রদায়ভুক্ত। কানাডায় (Canada) অনেক শিখ সম্প্রদায়ের মানুষ রয়েছেন। একদল এমনও দাবি করছেন যে কানাডার শিখ সম্প্রদায়ের ভোট হস্তগত করতেই নাকি ট্রুডোর এই ফন্দি। যদিও ট্রুডোর সমর্থনে গতকালই টুইট করে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ট্রুডোর বক্তব্যে তিনি খুশি। বিশ্বের সব নেতারই মানবধিকার নিয়ে কথা বলা উচিত।

 আরও পড়ুন:করোনা আবহে বিজয় দিবসে হচ্ছে না ‘ট্যাটু’, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১৩ জন ভারতীয় মুক্তিযোদ্ধা

কুণাল কামরা টুইটে কটাক্ষ করে লিখেছেন, “এবার তাহলে কানাডার হাউডি মোদী বাতিল।” অন্য দিকে ট্রুডোর এহেন মন্তব্য ভাল চোখে দেখেননি শিবসেনার মুখপাত্র তথা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তাঁর মতে ভারতের অভ্যন্তরীণ বিষয়কে রাজনীতিতে ব্যবহার করতে চাইছেন ট্রুডো। এটা অনুচিত। আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা টুইটে জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ সমস্যা সমাধান ভারতের নেতারাই করতে পারবেন। ভিনদেশি রাষ্ট্রনায়কদের মন্তব্য নিষ্প্রয়োজন।

Next Article