সিডনি: ক্যাঙারু নাকি কথা বলতে পারে মানুষের সঙ্গে! তবে ক-খ-গ-ঘ বলে নয়। তার নিজস্ব ভঙ্গিমায়। মোটের উপর ক্যাঙারু (Kangaroo) যা বোঝাতে চায় তা বুঝিয়ে দিতে পারে। অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার ক্ষমতা আছে ক্যাঙারুর। নতুন সমীক্ষায় এই সিদ্ধান্তেই এসেছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক।
সিডনি বিশ্ববিদ্যালয় ও লন্ডনের রোইহাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি পরীক্ষা করেছিলেন। যেখানে কৌটোয় খাবার লুকিয়ে বসানো হয়েছিল ১১ ক্যাঙারুর সামনে। সেখানে দেখা গিয়েছে ১০ টি ক্যাঙারু গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আবেদন করেছে। অভিব্যক্তির মাধ্যমে কিংবা গবেষকদের গায়ে আঁচড় কেটে বাক্স খুলে খাবার দেওয়ার আবেদন করেছে ক্যাঙারুগুলি।
আরও পড়ুন: শেষমেশ বছরের শুরুতেই করোনার উৎস খুঁজতে চিনে যাচ্ছে হু-র বিশেষজ্ঞ দল
তবে এই ধরনের অভিব্যক্তি শুধুমাত্র গৃহপালিতদের ক্ষেত্রে দেখা যায়। যার ফলেই ক্যাঙারু সম্পর্কে আগের ধারণা বদলেছে গবেষকদের। সমীক্ষার পর গবেষকরা জানিয়েছেন, ঘোড়া, কুকুর কিংবা বিড়ালের মতোই ক্যাঙারুও মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। গবেষক ম্যাকএলিগট জানিয়েছেনু, নতুন এই সমীক্ষার পর ক্যাঙারু সম্পর্কে সমগ্র অস্ট্রেলিয়ায় ধারণা বদলাবে। তাদের প্রজাতিগত বুদ্ধিমত্তা সম্পর্কে আরও বেশি মানুষ অবগত হবেন এবার।