Long COVID Effect: ১০ মিনিট দাঁড়িয়ে থাকলেই অদ্ভুত অনুভূতি, পা নীল হয়ে যাচ্ছে? এই রোগে আক্রান্ত হতে পারেন আপনি
Lancet Journal: ব্রিটেনের ইউনিভার্সিটি অব লিডসে করা এই গবেষণায় আরও জানা গিয়েছে, ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পরই ওই ব্যক্তি পায়ে ভারী ও চুলকানির মতো অনুভূতি অনুভব করেন। কিন্তু বসে পড়লেই মিনিট দুয়েকের মধ্যে পায়ের রঙ ও অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়।

লন্ডন: তিন বছর আগে চিন থেকে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস (Coronavirus)। গোটা বিশ্ব সেই সংক্রমণে (COVID-19) কাবু হয়ে হয়েছিল। লকডাউন, সামাজিক দূরত্ববিধি, করোনা টিকাকরণ- তিন বছর পর বর্তমানে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে মাঝেমধ্যেই খোঁজ মিলছে নিত্য নতুন ভ্যারিয়েন্টের। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা অনেকের শরীরেই আবার দীর্ঘ সময় অবধি নানা উপসর্গ রয়ে যাচ্ছে। চিকিৎসকেরা এটিকে লং কোভিড বলেই উল্লেখ করেছেন। এবার লং কোভিডে আক্রান্ত রোগীদের জন্য উদ্বেগের খবর জানালেন চিকিৎসক-গবেষকরা। সম্প্রতিই ল্যান্সেট জার্নালে (Lancet Journal) একটি গবেষণা প্রকাশিত হয়, যেখানে লং কোভিডে আক্রান্ত এক রোগী মাত্র ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পরই তাঁর পা নীল হতে শুরু করে।
ওই গবেষণা পত্রে জানানো হয়েছে, ৩৩ বছরের এক ব্যক্তির শরীরে এই অদ্ভুতুড়ে উপসর্গ দেখা গিয়েছে। চিকিৎসার পরিভাষায় একে অ্যাক্রোসায়ানোসিস (Acrocyanosis) বলা হয়। পায়ের শিরায় অতিরিক্ত পরিমাণে রক্ত সঞ্চালন ও জমে যাওয়ার কারণেই ওই ব্যক্তির পা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই নীল হয়ে যেতে শুরু করে। দেখা গিয়েছে, সোজাভাবে দাঁড়িয়ে থাকার মাত্র ১ মিনিটের মধ্য়ে ওই ব্যক্তির পা লাল হতে শুরু করে এবং যত সময় বাড়ে, ততই পা নীল হয়ে যায়। পায়ের শিরা-উপশিরাগুলি স্পষ্টভাবে ফুটে ওঠে।
ব্রিটেনের ইউনিভার্সিটি অব লিডসে করা এই গবেষণায় আরও জানা গিয়েছে, ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পরই ওই ব্যক্তি পায়ে ভারী ও চুলকানির মতো অনুভূতি অনুভব করেন। কিন্তু বসে পড়লেই মিনিট দুয়েকের মধ্যে পায়ের রঙ ও অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়।
গবেষকরা ওই ব্যক্তিকে প্রশ্ন করে জানতে পারেন যে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে এই উপসর্গ দেখা দিয়েছে। তার আগে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এরপরই গবেষণা করে জানা যায়, ওই ব্যক্তি লং কোভিডে আক্রান্ত। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেও তাঁর শরীরে অন্য এক রোগ বাসা বেঁধেছে। এটি হল পসচারাল অর্থোস্ট্য়াটিক ট্রায়াকার্ডিয়া সিনড্রোম (postural orthostatic tachycardia syndrome)। এটি এমন একটি শারীরিক অবস্থা, যেখানে দাঁড়িয়ে থাকলে হৃৎস্পন্দন অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়।
লং কোভিডের কারণে শরীরে একাধিক প্রভাব পড়তে পারে, যার মধ্য়ে অন্যতম হল অটোনোমিক নার্ভাস সিস্টেম। এরফলে হৃৎস্পদন বেড়ে যাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, শ্বাস-প্রশ্বাসে সমস্যা, হজমে সমস্যা, এমনকী যৌনতার অনুভূতিও প্রভাবিত হতে পারে। শিশুরাও এই সমস্ত উপসর্গ ছাড় পাচ্ছে না।





