ছবি:PTI
কিয়েভ: রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এটাই এখন বাস্তব চিত্র ইউক্রেন-রাশিয়ায়। বিগত এক মাস ধরেই ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করছিল রাশিয়া। সেই সময়ই আন্দাজ করা গিয়েছিল, যেকোনও মুহূর্তেই ইউক্রেনের উপর আক্রমণ চালাতে পারে রাশিয়া। সপ্তাহ পার হতে না হতেই, সেই আশঙ্কাই সত্যি হয়। ইউক্রেনের উপর সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেন রুশ প্রেশিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিগত তিনদিন ধরেই পুরোদমে রাশিয়ার সেনা ইউক্রেনের উপরে হামলা চালাচ্ছে। এরই মধ্যে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। রাশিয়ার ফাঁস হয়ে যাওয়া এক গোপন নথিতে সে দেশের প্রশাসনকে চিকিৎসা ও স্বাস্থ্যপরিকাঠামো মজবুত করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের পিছনে কেবলমাত্র সাধারণ মানুষের মঙ্গল কামনা নয়, বরং যুদ্ধক্ষেত্রে আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রস্তুতির কথাই বলা হয়েছে রাশিয়ার এই গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার পরই আন্তর্জাতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে, এত সহজে যুদ্ধ থামানোর পরিকল্পনা নেই রাশিয়ার। বরং আগামিদিনে বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে এই যুদ্ধের কারণে, তা আন্দাজ করেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
আইটিভি নিউজ নামক একটি সংবাদমাধ্যমের হাতেই ওই গোপন নথি এসেছে। তাতে দেখা গিয়েছে, রাশিয়ার মেডিকেল দলগুলিকে দেশের মানুষের প্রাণ রক্ষা ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী প্লুতিনিস্কির স্বাক্ষর রয়েছে ওই নথিতে, এমনটাও জানা গিয়েছে।
সূত্রের দাবি, এই গোপন নথিই ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া এক বিশাল মেডিকেল এমার্জেন্সি ঘোষণা করতে পারে। তার প্রস্তুতিই নেওয়া হচ্ছে। প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও পাঠানো হতে পারে। গোপন ওই নথিতে বলা হয়েছে, রাশিয়ার সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক বিশেষজ্ঞদের যাবতীয় নথি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে বলা হয়েছে। এরমধ্যে ট্রমা, হার্ট সার্জন, পেডিয়াট্রিক সার্জন, অ্যানেসথেটিক্স, রেডিয়োলজিস্ট, ইনফেকশিয়াস ডিজিজ স্পেশালিস্ট ও অপারেশন থিয়েটার সামাল দিতে সক্ষম নার্সদের নাম ও অন্যান্য নথি পাঠাতে বলা হয়েছে। যারা যুদ্ধক্ষেত্রে যাবে, তাদের ফেডেরাল সেন্টার অব মেডিকেল ডিজাস্টারের অধীনে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।