UK New PM : দুর্দান্ত লড়েও ফাইনালে হার ঋষির, পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস

Next UK PM : পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন লিজ ট্রাস। ভোটাভুটির অন্তিম পর্বে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে।

UK New PM : দুর্দান্ত লড়েও ফাইনালে হার ঋষির, পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Sep 05, 2022 | 7:42 PM

লন্ডন : পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন লিজ ট্রাস। ভোটাভুটির অন্তিম পর্বে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে। সাংসদদের মধ্যে যতক্ষণ প্রার্থী বাছাই পর্ব চলেছে ততক্ষণ এগিয়ে ছিলেন ঋষি। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাসই। সোমবার ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টি বা টোরি পার্টির তরফে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে জানানো হয়েছে, ২০ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন লিজ ট্রাস। এই নির্বাচনে প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ টি ভোট। আর লিজ ট্রাস পেয়েছেন ৮০ হাজার ৩২৬ টি ভোট।

বরিস জনসনের উত্তরসূরী হতে চলেছেন লিজ ট্রাসই। ফলাফল ঘোষণার পরই প্রত্যয়ের সুর লিজের কণ্ঠে। ভোটের ফলাফল ঘোষণার পরই লিজ ট্রাস বলেছেন, ‘আমাদের আগামী দু’বছর ভাল কাজ করে দেখিয়ে দিতে হবে। কর মকুব করতে এবং আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে একটি দুর্দান্ত পরিকল্পনা করব।’ তাঁর আরও সংযোজন, ‘বিদ্যুৎ সঙ্কট, জনগণের বিদ্যুতের বিল এবং দীর্ঘদিন ধরে চলা বিদ্য়ুৎ বণ্টনের সমস্যা সমাধানের চেষ্টা করব।’

প্রসঙ্গত, এদিনের ভোটে অংশ নেননি ব্রিটেনের আম জনতা। কনজারভেটিভ পার্টির সদস্যের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শাসক দলের ১ লক্ষ ৬০ হাজার সদস্য ভোট দিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন। বেশ কয়েকটি ধাপে এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ব্রিটেনে প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। সেই বিতর্ক গড়িয়েছে সংসদেও। চাপের মুখে পড়ে টোরি পার্টির প্রধান হিসেবে ইস্তফা দেন বরিস। ব্রিটেনের সংসদীয় নিয়ম অনুযায়ী শাসক দলের প্রধানই প্রধানমন্ত্রীর পদে আসীন হন। তাই পরবর্তী দলীয় প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন বলেন। টোরি পার্টির প্রধান হিসেবে ইস্তফা দেওয়ার পরই  জুলাই মাসেই শুরু হয়ে যায় পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী বেছে নেওয়ার লড়াই। বিগত কয়েক মাস ধরেই কয়েক ধাপে এই লড়াই চলছে। শেষ ধাপের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ও বিদেশ সচিব লিজ ট্রাস। সেই লড়াই শেষ হল আজ। থেরেসা মে ও মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস।