Physical Harassment: মেট্রোর লাইট নিভতেই জাপ্টে ধরল পিছন থেকে, স্তন-নিতম্বে হাত! ভয়ঙ্কর অভিজ্ঞতা যাত্রীর
Metro: দমবন্ধকর পরিস্থিতির মাঝে পড়ে যখন চিন্তিত যাত্রীরা, সেই সময়ই ট্রেনের লাইটও নিভে যায়। আর সেই সুযোগেই এক মহিলা যাত্রীকে যৌন হেনস্থা করে আরেক যাত্রী। ওই মহিলা যাত্রীর শরীরের নানা অংশে স্পর্শ করেন অভিযুক্ত। অভব্য আচরণও করেন। এই ঘটনায় প্রথমে হকচকিয়ে যান মহিলা যাত্রী। তারপরই চিৎকার করে ওঠেন।
লন্ডন: চলতে চলতেই মাঝপথে সুড়ঙ্গের মধ্যে থেমে গেল মেট্রো। মিনিট দশেক কেটে যাওয়ার পরও একচুল এগোল না। এভাবেই আটকে থাকার মাঝেই এবার একে একে নিভে গেল কামরার সমস্ত লাইটও। একে সুড়ঙ্গের ভিতরের আঁধার, তার উপর লাইটও বন্ধ। ঘুটঘুটে অন্ধকারে যখন যাত্রীরা আঁকড়ে ধরার জন্য হাতল খুঁজছেন, সেই সময়ই ভয়ঙ্কর ঘটনা ঘটল এক যাত্রীর সঙ্গে। অন্ধকারে দাঁড়িয়ে থাকাকালীনই পিছন থেকে কেউ একটা জাপ্টে ধরল তাঁকে। অশ্লীলভাবে স্পর্শ করতে থাকল শরীরের বিভিন্ন অংশ। চিৎকার করে ওঠেন যুবতী। কিন্তু তাতেও দমেনি হেনস্থাকারী। পরে অন্য যাত্রীরাও সুর চড়ানোয় অন্ধকারের মধ্যে গা ঢাকা দেয় অভিযুক্ত।
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনের লন্ডনে। বৃহস্পতিবার রাতে লন্ডনের মেট্রেয় এলিথাবেথ লাইনে হঠাৎই বিভ্রাট ঘটে। ঘণ্টাচারেক সুড়ঙ্গের মধ্যেই আটকে থাকেন শতাধিক যাত্রী। নিভে যায় বেশ কয়েকটি কামরার লাইটও। আর সেই সুযোগেই এক যুবতীকে যৌন হেনস্থা করেন এক ব্যক্তি।
Stuck on an #ElizabethLine train for 3 hours, we were promised “buses and taxis”. All seemed like official protocol. After finally being let out, turned out there was no transport provided and we were stranded alone. Quite the mess.
Also told of arrests for “sexual touching” :/ pic.twitter.com/3F4YoaFCQE
— Jacek Broniszewski (@jacekbroni) December 8, 2023
ব্রিটেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ লন্ডনের এলিজাবেথ লাইনের ওভারহেড ইলেকট্রিক কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় ল্যাডব্রোক গ্রোভ এলাকায় সুড়ঙ্গের ভিতরে আটকে পড়ে ট্রেনটি। প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় ধরে সুড়ঙ্গের ভিতরে আটকে থাকেন যাত্রীরা।
এমনিতেই দমবন্ধকর পরিস্থিতির মাঝে পড়ে যখন চিন্তিত যাত্রীরা, সেই সময়ই ট্রেনের লাইটও নিভে যায়। আর সেই সুযোগেই এক মহিলা যাত্রীকে যৌন হেনস্থা করে আরেক যাত্রী। ওই মহিলা যাত্রীর শরীরের নানা অংশে স্পর্শ করেন অভিযুক্ত। অভব্য আচরণও করেন। এই ঘটনায় প্রথমে হকচকিয়ে যান মহিলা যাত্রী। তারপরই চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন বাকি যাত্রীরা। খবর দেওয়া হয় পুলিশে।
ওই কামরারই এক যাত্রী বলেন, “হঠাৎ লাইট নিভে যাওয়ায় সকলে চিন্তিত-আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎই এক যুবতীর চিৎকার কানে আসে। শুনতে পাই যুবতী কাঁদতে কাঁদতে বলছে, কেন আমার সঙ্গে এরকম করছেন, কেন আমায় স্পর্শ করছেন। কোনও অসভ্য ব্যক্তিই এই কাজ করে। অন্ধকারে আমরা মুখ দেখতে পাইনি।”
পরে পুলিশের তরফে জানানো হয়, যুবতীর অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।