অ্যাডিলেড: ওয়াটার স্পোর্টস সারফার (Surfer)-এর মজা নিতে নদীতে নেমেছিলেন। তারপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। ২৪ ঘণ্টা পরেও মিলল না ৪৬ বছর বয়সি ওই ব্যক্তির হদিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার (South Australia) এল্লিস্টোন শহরের ওয়াকার্স রকস সৈকতে। ওই ব্যক্তি শার্ক-হামলার (Shark Attack) কবলে পড়েছেন এবং শার্কের হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। যদিও ওই ব্যক্তির খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৬ বছর বয়সি ওই ব্যক্তি এদিন সকালে (স্থানীয় সময় শনিবার ভোর) দক্ষিণ অস্ট্রেলিয়ার আয়ার পেনিনসুলার এল্লিস্টোন শহরের ওয়াকার্স রকস সৈকতের কাছে সারফার-এর মজা নিতে নেমেছিলেন। তিনি একাকী নেমেছিলেন। তারপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। পরে খবর পেয়ে ওই ব্যক্তির খোঁজে নদীতে নামে দক্ষিণ অস্ট্রেলিয়ার পুলিশ ও উদ্ধারকারী দল। কিন্তু, রবিবার পর্যন্ত ওই ব্যক্তির হদিশ মেলেনি। শার্ক হামলায় তাঁর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার পুলিশ।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় সারফার খুবই জনপ্রিয় ওয়াটার-স্পোর্টস। এই স্পোর্টসে গিয়ে শার্ক হামলার মুখে পড়ার ঘটনা আগেও ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ায় পার্থ নদীতে শার্ক হামলার কবলে পড়েছিলেন এক কিশোরী। গত বছরও ৫৮ বছর বয়সি এক মার্কিন নাগরিক শার্ক হামলার কবলে পড়েন।