নববর্ষের হুল্লোড়ের মাঝেই এলোপাথাড়ি গুলি, রক্তে ভাসল নাইট ক্লাবের মেঝে
Mass Shooting: পার্টিতে শতাধিক আমন্ত্রিত উপস্থিত ছিলেন। আনুমানিক ৮০ জন বাইরে অপেক্ষা করছিলেন ক্লাবে ঢোকার জন্য। আচমকাই ভিতর থেকে গুলির শব্দ পাওয়া যায়।
নিউ ইয়র্ক: বছরের শুরুতেই রক্তাক্ত মার্কিন মুলুক। একের পর এক হামলা। এবার গুলি চলল নিউ ইয়র্ক শহরের বুকে এক নাইট ক্লাবে। এলোপাথাড়ি গুলিতে আহত কমপক্ষে ১০ জন। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের এখনও খোঁজ পাওয়া যায়নি।
জানা গিয়েছে, বুধবার রাত ১১ টা ২০ মিনিট নাগাদ নিউ ইয়র্কের কুইন্সে অ্যামাজ়ুরা নাইটক্লাবে গুলি চলে। বন্দুকবাজ নাইটক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আহত হন কমপক্ষে ১০ জন। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কেউ সঙ্কটজনক নয়।
Big news : Mass shooting has been reported at Queens, New York. The report suggests dozens of people have been shot dead.. pic.twitter.com/spEqWPCLDM
— Mr Sinha (@MrSinha_) January 2, 2025
সূত্রের খবর, অ্যামাজুরা ক্লাব নামক এই নাইটক্লাবে নিয়মিত ডিজে ও লাইভ পারফরম্যান্সের আয়োজন করা হত। বুধবার এক গ্যাংয়ের প্রয়াত সদস্যের স্মরণে প্রাইভেট পার্টি রাখা হয়েছিল। সেই পার্টিতে শতাধিক আমন্ত্রিত উপস্থিত ছিলেন। আনুমানিক ৮০ জন বাইরে অপেক্ষা করছিলেন ক্লাবে ঢোকার জন্য। আচমকাই ভিতর থেকে গুলির শব্দ পাওয়া যায়।
কে বা কারা এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে নিউ ইয়র্ক পুলিশ এখনও কিছু জানায়নি। প্রসঙ্গত, ১ জানুয়ারিতে এই নিয়ে দুটি হামলা হল মার্কিন মুলুকে। নিউ ওরলেন্সে নববর্ষ উদযাপনের মাঝেই একটি পিক-আপ ট্রাক ঢুকে পড়ে নির্বিচারে চাপা দেয় বহু মানুষকে। ওই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩০ জন। ঘাতক গাড়িতে আইসিসের পতাকা পাওয়া গিয়েছে। অভিযুক্ত শামসুদ দিন জব্বর প্রাক্তন সেনাকর্মী বলেই জানা গিয়েছে। এটিকে সন্ত্রাস হামলা বলেই গণ্য করা হচ্ছে।