Earthquake: থরথর করে কাঁপতে থাকল বাড়ি, ফের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ফিলিপিন্সে
Philippines Earthquake: ১৭ অক্টোবর স্থানীয় সময়ে সকাল ৭টা ৩ মিনিট নাগাদ (ভারতীয় সময়ে ভোর ৪টে ৩৩ মিনিট) ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

ম্যানিলা: ফের ভূমিকম্প। এক সপ্তাহ যেতে না যেতেই ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। গত ১০ অক্টোবর ফিলিপিন্সে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল, এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে এবারের ভূমিকম্পও জোরাল মাত্রার হওয়ায় বেশ ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর স্থানীয় সময়ে সকাল ৭টা ৩ মিনিট নাগাদ (ভারতীয় সময়ে ভোর ৪টে ৩৩ মিনিট) ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
Magnitude 6.4 earthquake struck Mindanao, Philippines near Dapa (Surigao del Norte), 103 km NNE of Butuan, at 7:03 AM local time, Oct 16, 2025; depth: 66 km. #lindol #sismo_gempa_deprem
No tsunami warning issued. Tremor widely felt across Caraga region. pic.twitter.com/Gql2fXtp1F
— GeoTechWar (@geotechwar) October 16, 2025
সুনামির সতর্কতা জারি না করা হলেও, উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আজ স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে। জোরাল ভূমিকম্পের পর একাধিক আফটার শক হতে পারে বলেই আশঙ্কা।
7.6 Magnitude Earthquake Hits Offshore Davao Oriental, Triggers Tsunami Alerts
Watch the scary visuals from Mapua School in Davao City, Philippines, during the earlier magnitude 7.6 earthquake. #earthquake #Tsunami pic.twitter.com/4Qe191ZZpy
— Sumit (@SumitHansd) October 10, 2025
গত সপ্তাহেই ৭.৫ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল ফিলিপিন্সের মিন্দানাও প্রদেশে। সেই ভূমিকম্পে স্কুল-হাসপাতাল থেকে ঘরবাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। জারি করা হয়েছিল সুনামির সতর্কতাও।
