AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: গলায় জুতোর মালা! লন্ডনে গিয়েও চরম বিক্ষোভের মুখে ইউনূস, মুখ পুড়ছে বাংলাদেশের

Muhammad Yunus: সরকারি সফরে লন্ডনে যাচ্ছেন মহম্মদ ইউনূস। বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করা এবং তাঁর হাত থেকে "কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড" নেওয়ার কথা।

Muhammad Yunus: গলায় জুতোর মালা! লন্ডনে গিয়েও চরম বিক্ষোভের মুখে ইউনূস, মুখ পুড়ছে বাংলাদেশের
লন্ডনে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস।Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jun 11, 2025 | 4:20 PM

লন্ডন: বিদেশের মাটিতে বারবার মুখ পুড়ছে বাংলাদেশের। একের পর এক দেশে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে। কিছুদিন আগেই জাপানে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধান উপদেষ্টা, এবার লন্ডনে গিয়েও একই হেনস্থার শিকার ইউনূস।

শোনা গিয়েছিল, সরকারি সফরে লন্ডনে যাচ্ছেন মহম্মদ ইউনূস। বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করা এবং তাঁর হাত থেকে “কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড” নেওয়ার কথা। কিন্তু ব্রিটেনে পা রাখলেও, মহম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাতে কেউ যাননি প্রশাসনের তরফে।

এ দিকে, ইউনূসের সফরের কথা শুনেই প্রতিবাদে পথে নামে অনাবাসী বাংলাদেশিরা। তারা ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়, ইউনূসের কুশপুতুলে জুতোর মালা পরানো হয়। ডাস্টবিনে মহম্মদ ইউনূস ও তাঁর প্রেস সচিব শফিকুল আলমের ছবি লাগানো হয়।

আওয়ামী লিগের সমর্থকরা রাস্তায় ব্যানার পোস্টার নিয়েই শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেন। বলতে থাকেন, বাংলাদেশ এখন রাজাকার ও জামাতের। ইউনূসকে গদি ছাড়ার দাবিও জানায় তাঁরা।

শোনা যাচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সঙ্গে বৈঠক করার কথা মহম্মদ ইউনূসের। কিন্তু ব্রিটিশ সরকারের তরফে সেই বিষয়ে কোনও  তথ্য বা আপডেট মেলেনি।