Muhammad Yunus: PhD করতে গিয়ে রাশিয়ার মেয়েকে বিয়ে, ৩ মাসের সন্তান নিয়ে কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ইউনূসের প্রথম স্ত্রী?

Muhammad Yunus Controversy: মহম্মদ ইউনূসের প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফোরেস্তেনকো। ১৯৬৭ সালে আমেরিকার ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান মহম্মদ ইউনূস। সেই সময় তাঁর আলাপ হয় রাশিয়ান তরুণী ভেরার সঙ্গে। কিছুদিনের মধ্যেই প্রেম।

Muhammad Yunus: PhD করতে গিয়ে রাশিয়ার মেয়েকে বিয়ে, ৩ মাসের সন্তান নিয়ে কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ইউনূসের প্রথম স্ত্রী?
মহম্মদ ইউনূসের কন্যা মনিকা ইউনূস।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 18, 2024 | 7:50 AM

ঢাকা: মহম্মদ ইউনূস। তাঁর পরিচয় আর শুধু নোবেল শান্তি পুরস্কার জয়ী বা বাংলাদেশে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা হিসাবে নয়, গোটা দেশের দায়িত্বই রয়েছে তাঁর কাঁধে। ইউনূসকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে রয়েছে হাজারো প্রশ্ন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম আগ্রহ নেই। তবে সম্প্রতিই চর্চায় এসেছিলেন তাঁর কন্যা মনিকা। অভিযোগ ওঠে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নাকি গ্রেফতার হয়েছেন মনিকা ইউনূস। যদিও পরে তা ভুয়ো খবর প্রমাণিত হয়। তবে এরপর থেকেই মনিকা ও মহম্মদ ইউনূসের প্রথম স্ত্রীকে নিয়ে নানা প্রশ্ন-জল্পনা তৈরি হয়।

শুধু প্রশাসনিক পদই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার লাইমলাইটে এসেছেন মহম্মদ ইউনূস। শোনা যায়, তাঁর নাকি একাধিক বান্ধবী রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান পদে দায়িত্ব পেতেই তাঁদেরও গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। তবে সম্প্রতিই ইউনূস কন্যা মনিকাকে নিয়ে বিতর্ক তৈরি হতেই উঠে এসেছে তাঁর প্রথম স্ত্রীর প্রসঙ্গও।

মহম্মদ ইউনূসের প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফোরেস্তেনকো। ১৯৬৭ সালে আমেরিকার ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান মহম্মদ ইউনূস। সেই সময় তাঁর আলাপ হয় রাশিয়ান তরুণী ভেরার সঙ্গে। কিছুদিনের মধ্যেই প্রেম। তিন বছর বাদে,  ১৯৭০ সালে বিয়ে করেন তাঁরা। ১৯৭২ সালে বাংলাদেশে আসেন দম্পতি।

প্রথমে সবকিছু ভালই চলছিল। ১৯৭৭ সালে তাদের কন্যাসন্তান মনিকার জন্ম হয়। এরপরই ভাঙন। সম্পর্কের তিক্ততা এতটাই বেড়েছিল যে তিন মাসের কন্যাসন্তানকে নিয়ে আমেরিকার নিউ জার্সি চলে যান ভেরা। এরপর ইউনূসের সঙ্গে আর বিশেষ যোগাযোগ রাখেননি।

প্রথম স্ত্রীর সঙ্গে মহম্মদ ইউনূস।

শোনা যায়, রাশিয়ার বড় বড় উদ্যোগপতিদোর সঙ্গে যোগ ছিল ইউনূসের প্রথম স্ত্রীর। বাংলাদেশে মহম্মদ ইউনূসের বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিক সাহায্য আসত রাশিয়া থেকে। প্রথম স্ত্রী ভেরাই এই ফান্ড জোগাড় করে দিতেন।

অন্যদিকে, ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও, ২০০৪ সালে মনিকা নিজেই মহম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন। ২০০৫ সালে বাবার সঙ্গে দেখা করতে বাংলাদেশেও আসেন।

বাবা নোবেলজয়ী। তবে মনিকা নিজের পরিচয় গড়েছেন নিজের প্রতিভা ও দক্ষতাতেই। পেশায় অপেরা শিল্পী মনিকা। নিউইয়র্কের একাধিক বড় গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি।

প্রথম স্ত্রী ভেরা ফরেস্তেনকোর সঙ্গে বিচ্ছেদের তিন বছর পরই ইউনূসের জীবনে আসেন আফরোজি। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের গবেষক ছিলেন তিনি। ইউনূসের সঙ্গে বিয়ের পরে তিনি বাংলাদেশে এসে কাজ শুরু করেন।