নতুন বাংলাদেশ বানাচ্ছেন ইউনূস, খাবার খেতে-জামা কিনতেই ভিখারির দশা হবে!

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 04, 2025 | 4:05 PM

Bangladesh: বিস্কুট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপারেও ১৫ শতাংশ করে ভ্যাট বসানো হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

নতুন বাংলাদেশ বানাচ্ছেন ইউনূস, খাবার খেতে-জামা কিনতেই ভিখারির দশা হবে!
বাংলাদেশে বাড়ল ভ্যাট।
Image Credit source: Pixabay

Follow Us

ঢাকা: নতুন বাংলাদেশ। নতুন নতুন তার নিয়ম। এবার মহম্মদ ইউনূসের নেতৃত্বে এই নতুন সরকারের জন্যই এবার বাংলাদেশিদের খসাতে হবে অতিরিক্ত গ্যাঁটের কড়ি। রেস্তোরাঁ থেকে মিষ্টির দোকান, জামাকাপড় কেনাকাটা-সবেতেই দিতে হবে অতিরিক্ত টাকা।

বাংলাদেশের নতুন সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে, বিলের উপরে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। আগে এই ভ্যাট ৫ শতাংশ ছিল। সেই ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হল।

শুধু রেস্তোরাঁই নয়, জামাকাপড় থেকে মিষ্টি কেনার উপরেও ভ্যাট বাড়ানো হয়েছে। আগে এই ভ্যাট ৭ শতাংশ ছিল। এবার থেকে ১৫ শতাংশ করেই ভ্যাট দিতে হবে। পাশাপাশি হোটেলগুলিতে ভ্যাট বাড়ানো হয়েছে। আগে নন-এসি হোটেল রুমের জন্য ৭.৫ শতাংশ ভ্যাট দিতে হত। তা এখন বাড়িয়ে ১৫ শতাংশ করা হল।

বিস্কুট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপারেও ১৫ শতাংশ করে ভ্যাট বসানো হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

প্রসঙ্গত, হাসিনা সরকারকে সরিয়ে মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশে সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের দাবি, এই কর বৃদ্ধি সংস্কারেরই অংশ।

Next Article