নতুন বছরকে স্বাগত জানাতে এই দেশে প্রেমিকাকে লাল অন্তর্বাস উপহার দেন প্রেমিক
New Years Traditions In Italy: তবে শুধুমাত্র ইতালিতেই নয়, এই প্রথা চালু আছে বেলজিয়াম তুরস্কের মতো দেশেও। আবার ব্রাজিলের প্রথা হল সাদা রঙের অন্তর্বাস পড়ে মাঝ রাত্রিতে নদী বা সমুদ্রের জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো। সেই সময় তারা হাতে সাদা রঙের সাতটি ফুল নিয়ে জলেতে সাতবার ছুড়ে ফেলে, এতে নাকি তাদের সৌভাগ্য বজায় থাকে।
আর মাত্র তিন দিন পরেই আগমণ ঘটবে নতুন বছরের। ৩১ ডিসেম্বর ঠিক রাত বারোটা বাজলেই সারা পৃথিবীর মানুষ মেতে উঠবেন নতুন বছরকে স্বাগত জানাতে। টেলিভিশনের অন করলেই দেখা যাবে সিডনি অপেরা হাউজ, প্যারিসের আইফেল টাওয়ার ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমারের মাথার উপর সুদৃশ্য আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। শুধু নতুন বছরকে স্বাগত জানাতে দেশীয় রীতিই পালিত হয় না, বরং থাকে পারিবারিক রীতিও। আমাদের বাঙালিদের যেমন পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কেনা, পুজো দেওয়া বা ব্যবসায়িক পরিবারের হালখাতা।
কিন্তু যদি বলা হয় লাল রঙের অন্তর্বাস পড়ে নতুন বছরকে স্বাগত জানানোটাই হলো মূল রীতি তাহলে নিশ্চই অবাক হবেন। কিন্তু সত্যি সত্যিই এমন রীতি রয়েছে একটি দেশে।
ইতালির মানুষ বিশ্বাস করেন লাল রংয়ের নতুন অন্তর্বাস পড়ে ৩১ ডিসেম্বর ঠিক রাত্রি ১২ টার সময় নতুন বছরকে স্বাগত জানালে তাদের জীবন সৌভাগ্যে ভরে উঠবে। আবার ইতালির এক বড় অংশের প্রেমিকরা মনে করেন এই দিন যদি তাদের প্রেমিকারা লাল রঙের অন্তর্বাস পড়ে নতুন বছরকে স্বাগত জানায়, তাহলে তাদের মধ্যে ভালোবাসা বাড়বে। তাই তারা এই সময় নিজের প্রেমিকাদের লাল রঙের অন্তর্বাস উপহার দেয়! তবে অনেক ইতালীয় মানুষ হলুদ রঙের অন্তর্বাস পড়েও নতুন বছরকে স্বাগত জানায়। এক্ষেত্রে মনে করা হয় হলুদ রঙের অন্তর্বাস পড়ে নতুন বছরকে স্বাগত জানালে অর্থ সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে!
তবে শুধুমাত্র ইতালিতেই নয়, এই প্রথা চালু আছে বেলজিয়াম তুরস্কের মতো দেশেও। আবার ব্রাজিলের প্রথা হল সাদা রঙের অন্তর্বাস পড়ে মাঝ রাত্রিতে নদী বা সমুদ্রের জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো। সেই সময় তারা হাতে সাদা রঙের সাতটি ফুল নিয়ে জলেতে সাতবার ছুড়ে ফেলে, এতে নাকি তাদের সৌভাগ্য বজায় থাকে।
আরও পড়ুন: নতুন বছরের আনন্দ এক রীতি ভিন্ন, জানুন নতুন বছরকে স্বাগত জানানোর অদ্ভুত সব নিয়ম